শিরোনাম
রুশ বাহিনীর হামলায় আতঙ্কিত ইউক্রেনের বাসিন্দারা। দুই দেশের বিরোধের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। বন্ধ রাখা হয়েছে প্রিমিয়ার লিগ ফুটবল।
হঠাৎ রাশিয়ার আক্রমণে ইউক্রেনে আটকে পড়েছে দেশটির ক্লাবগুলোতে খেলা ব্রাজিলিয়ান ফুটবলাররা। দ্রুতই ইউক্রেন ত্যাগ করতে ব্রাজিলিয়ান সরকারের সাহায্য চেয়েছেন তারা।
সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাখতারের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফার্নান্দো এক ভিডিওবার্তায় ব্রাজিলের সরকারকে আহ্বান জানিয়েছেন তাদের উদ্ধার করে দেশে নিয়ে যাওয়ার জন্য।
ভিডিওতে দেখা গেছে, শাখতার আর দিনামো কিয়েভের ব্রাজিলিয়ান খেলোয়াড়রা তাদের পরিবারের সদস্যদের নিয়ে এক হোটেলে অবস্থান করছেন।
২২ বছর বয়সি এ ফুটবলার জানিয়েছেন, অনিশ্চিত এ সময়ে জীবনধারণের জন্য পর্যাপ্ত খাবারদাবার পর্যন্ত নেই তাদের, ‘এ শহরে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত রসদ নেই। সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে। খাবারদাবার কিনতেও পারছি না। দেশ ছাড়তে পারছি না।’
ব্রাজিল জাতীয় দলের হয়ে সাত ম্যাচ খেলা ফরোয়ার্ড ডেভিড নেরেস গত মাসে ডাচ ক্লাব আয়াক্স থেকে শাখতারে যোগ দিয়েছেন। এখনো ক্লাবটির হয়ে কোনো ম্যাচ খেলেননি তিনি। নেরেস ও মোরায়েসসহ সব মিলিয়ে ১২ ব্রাজিলিয়ান ফুটবলার শাখতারে খেলেন। শাখতার দোনেস্কে খেলা অন্যান্য ব্রাজিলিয়ান খেলোয়াড় হলেন ডিফেন্ডার দোদো, ভিতাও, মারলন, ইসমাইলি এবং ভিনিসিয়াস তোবিয়াস, মিডফিল্ডার মেকন, মার্কোস আন্তোনিও, তেতে, অ্যালান প্যাট্রিক, পেদ্রিনহো ও ফার্নান্দো। ইউক্রেনের আরেক ক্লাব ডাইনামো কিয়েভে খেলেন একমাত্র ব্রাজিলিয়ান ফুটবলার ভিতিনহো।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রুশ সেনারা। রুশ হামলায় তার দেশের অন্তত ১৩৭ সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩১৬ জন।
সূত্র: যুগান্তর