শিরোনাম
ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান শুরুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবিলম্বে ইউক্রেনে সহিংসতা বন্ধের আহ্বান জানান তিনি। এর কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের তরফ থেকে ভারতকে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়।
ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কূটনৈতিক সংলাপ এবং আলোচনার পথে ফিরতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়া এবং ন্যাটো জোটের বিরোধ একমাত্র সৎ এবং দায়িত্বপূর্ণ আলোচনার সমাধান করা সম্ভব।
প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন সংশ্লিষ্ট সাময়িক ঘটনাবলীর বিষয়ে নরেন্দ্র মোদিকে অবহিত করেন।
এছাড়া নরেন্দ্র মোদি ইউক্রেনে অবস্থানরত ভারতীয় নাগরিক, বিশেষ করে শিক্ষার্থীদের নিয়ে উদ্বেগের কথা পুতিনকে জানান। মোদি বলেন, ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরে আসাকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
পশ্চিমা নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে মস্কো আনুষ্ঠানিকভাবে ডনেস্ক এবং লুহানস্ককে স্বাধীন হিসেবে ঘোষণা করে। এরপরই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই অভিযানের লক্ষ্য কিয়েভের গণহত্যার শিকারে পরিণত হওয়া মানুষদের রক্ষা এবং ইউক্রেনকে নাৎসীমুক্ত এবং নিরস্ত্রীকরণ করা।
সূত্র: এনডিটিভি