‘বিখ্যাত’ পুরি কিনতে মাঝপথে প্রতিদিন ট্রেন থামান চালক!

ফানাম নিউজ
  ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৬

ক্রসিংয়ে এসে থামল একটি ট্রেন। রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা একজন একটি প্যাকেট তুলে দিলেন ইঞ্জিন রুমে থাকা এক ব্যক্তির হাতে। প্যাকেট নেওয়ার পরই হর্ণ বাজিয়ে চলতে শুরু করে ট্রেন। 

আপাতদৃষ্টিতে ঘটনাটিকে সাধারণ মনে হলেও জানা যায় ওই এলাকার বিখ্যাত পুরি কেনার জন্য প্রতিদিনই ওই সেখান সেখানে ট্রেন থামে। গরমাগরম পুরি নেওয়ার পরই ট্রেন সেই স্থান ত্যাগ করে।

ভারতের রাজস্থানে আলওয়ার জেলায় এই ঘটনা ঘটে বলে বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলওয়ারের দাউদপুর ক্রসিংয়ে প্রতিদিনই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। প্রতিদিনই সেখানে ট্রেন দাঁড়ায়। কিন্তু সেখানে কোনো স্টেশন নেই। এমনকি স্টপেজ কিংবা দাঁড়ানোর নিয়মও নেই। তারপরও সেখানে ট্রেন থামিয়ে রোজই সেখানকার ‘বিখ্যাত’ পুরি কিনছেন চালক। 

এদিকে, ওই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরই জয়পুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এ ব্যাপারে তদন্ত শুরু করেছেন। এই ঘটনায় জড়িত পাঁচজনকে সামায়িক বরখাস্ত করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

এর আগে পাকিস্তানের এক ট্রেন চালক রেললাইনের পাশে বিক্রি হওয়া দই কিনতে আন্তঃনগর ট্রেন থামিয়ে দিয়েছিলেন। ট্রেন চালকের অনির্ধারিত ওই যাত্রা বিরতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়ার পর ওই ট্রেন চালককে সাময়িক বরখাস্ত করেছিল কর্তৃপক্ষ।