শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়েছে কানাডা। এ ঘটনায় রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘোষণা দেন। খবর সিএনএন।
পুতিন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন উল্লেখ করে ট্রুডো বলেন, আন্তর্জাতিক আইন, গণতন্ত্র ও মানুষের জীবনের প্রতি প্রেসিডেন্ট পুতিনের নির্লজ্জ অবহেলা এটি। যা বিশ্বজুড়ে নিরাপত্তা ও শান্তির জন্য বড় হুমকি।
এ সময় পুতিনের হামলার সিদ্ধান্তের সমালোচনা ও নিন্দা জানান ট্রুডো। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সার্বভৌম ইউক্রেন এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ওপর রাশিয়ার অকারণ এবং অযৌক্তিক আক্রমণের নিন্দায় কানাডা দ্ব্যর্থহীন।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রুডো বলেন, নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার ৫৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে দেশটির ক্ষমতাধর অভিজাত পরিবারের সদস্য এবং শীর্ষস্থানীয় ব্যাংকগুলোও রয়েছে।
এ সময় তিনি বলেন, ‘এরপর আমরা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী এবং আইনমন্ত্রীসহ নিরাপত্তা পরিষদের সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা দেব।’
সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো বলেন, ‘রাশিয়ার বেপরোয়া এবং বিপজ্জনক সামরিক হামলার ফলে আমরা আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছি। এগুলোর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে।’