তুরস্কের জাহাজে ‘রাশিয়ার ক্ষেপণাস্ত্রের’ আঘাত

ফানাম নিউজ
  ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৯

ইউক্রেনের বন্দরে তুরস্কের একটি জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কৃষ্ণসাগরে ইউক্রেনের বন্দরশহর ওডেশায়  এই ঘটনা ঘটে। 

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে,  জাহাজটির নাম ইয়াসা জুপিটর। এটিতে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকা লাগানো ছিল। 

তুরস্কের টিভি চ্যানেল এনটিভি যে ফুটেজ প্রচার করেছে তাতে জাহাজের ভেতরে ধ্বংসাবশেষ দেখা গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

তুরস্কের সমুদ্র বিষয়ক পরিচালকের দপ্তর জানিয়েছে, জাহাজটি সাহায্যের আবেদন জানায়নি। বর্তমানে সেটি রোমানিয়ার দিকে যাচ্ছে।