ইউক্রেনের সরকারি ওয়েবসাইটগুলোতে বড় ধরনের সাইবার হামলা

ফানাম নিউজ
  ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:৩২

চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলোতে বড় ধরনের সাইবার হামলা চালানো হয়েছে। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইউক্রেনের পার্লামেন্টের ওয়েবসাইট (রাডা), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা পরিষেবাগুলোর ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত দূতাবাস থেকে কূটনীতিক সরানো শুরু করেছে রাশিয়া। রাশিয়ার সংবাদ সংস্থা তাস এবং বার্তা সংস্থা এএফপি কূটনীতিক সরানোর এই খবর নিশ্চিত করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবারই কূটনীতিক সরানোর ঘোষণা দিয়েছিল।

অন্যদিকে, রাশিয়ার ওপর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবারই এই নিষেধাজ্ঞার ঘোষণা আসতে যাচ্ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে।

এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, রাশিয়ার সেনাপ্রধান ও রুশ আইনসভার ডুমার ৩৫১ জন ডেপুটি থাকবেন বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে। 

ইউক্রেনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী দুই অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন ঘোষণার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেখানে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। পুতিনের এমন সিদ্ধান্তে ইউক্রেনের সাধারণ নাগরিকরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

এর পরই রাশিয়াকে আন্তর্জাতিক অর্থায়ন থেকে বিচ্ছিন্ন এবং তাদের দুটি বৃহৎ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।  মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ নিষেধাজ্ঞা আরোপ করেন।

এদিকে, রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিনজন বিত্তবান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।  

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পদাঙ্ক অনুসরণ করে জাপানও নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার ওপর।