ইউক্রেন থেকে কূটনীতিক সরানো শুরু করেছে রাশিয়া

ফানাম নিউজ
  ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত দূতাবাস থেকে কূটনীতিক সরানো শুরু করেছে রাশিয়া। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস এবং বার্তা সংস্থা এএফপি কূটনীতিক সরানোর এই খবর নিশ্চিত করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবারই কূটনীতিক সরানোর ঘোষণা দিয়েছিল বলে বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, ইউক্রেন জুড়ে রুশ কূটনৈতিক মিশনে ‘একাধিক আক্রমণ’ এবং রুশ কূটনীতিকদের বিরুদ্ধে ‘আক্রমণাত্মক পদক্ষেপের’ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

দূতাবাসের এক সূত্র বুধবার তাসকে জানিয়েছেন, দূতাবাস থেকে কূটনীতিক সরানো ইতোমধ্যে শুরু হয়েছে। 

মস্কোর আইনপ্রণেতারা প্রেসিডেন্ট পুতিনকে দেশের বাইরে সেনা কার্যক্রমের অনুমতি দেওয়ার একদিন পর এই ঘোষণা সামনে এলো।