শিরোনাম
একটি মাছের ঝাঁক রাতারাতি কপাল ফিরিয়ে দিল মৎস্যজীবীদের। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালে উঠেছিল ১১৪টি তেলিয়া ভোলা মাছ। ভারতের ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার আড়তে সেই মাছ বিক্রি হয়েছে ৬০ লাখ টাকায়। এই মাছ দেখতে মঙ্গলবার আড়তে ভিড় জমান বহু মানুষ৷
মৎস্যজীবী সংগঠনগুলোর সূত্রে জানা গেছে, দিন কয়েক আগেই কাকদ্বীপ থেকে মৎস্যজীবীদের নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ট্রলার ‘এফবি গিরিবালা’। সমুদ্রে মাছ ধরার সময় জালবন্দি হয় তেলিয়া ভোলা মাছের একটি ঝাঁক। জাল ট্রলারে তুলে দেখা যায় ১১৪টি তেলিয়া ভোলা ধরা পড়েছে। এর পর কালবিলম্ব না করে ট্রলার নিয়ে কাকদ্বীপ বন্দরে ফিরে আসেন ওই মৎস্যজীবীরা।
সোমবার মাছ নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার আড়তে। সেখানেই নিলামের মাধ্যমে ৬০ লাখ টাকায় বিক্রি হয় সেই মাছ। ট্রলার মালিক তপন গিরি বলেন, ‘অন্যান্য সামুদ্রিক মাছের মতো চাইলেই তেলিয়া ভোলা ধরা সম্ভব নয়। ভাগ্যে ছিল বলেই আমরা ১১৪টি মাছ পেয়েছি।’
ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারমেন অ্যাসোসিয়েশনের সহসম্পাদক বিজন মাইতি বলেন,‘সমুদ্রের জলস্তরের নিচের দিকে থাকায় সচারাচর তেলিয়া ভোলা ধরা পড়ে না। তবে কালেভাদ্রে কিছু কিছু ঝাঁকে ওপরের দিকে উঠে আসে। এই মাছের পটকা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তাই এর দাম অনেক বেশি।’