শিরোনাম
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরোপ করা সীমান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ায় এশিয়াজুড়ে উড়োজাহাজে ভ্রমণ বাড়তে পারে বলে জানিয়েছে ইউরোপের বহুজাতিক অ্যারেস্পেস করপোরেশন এয়ারবাস।
শুক্রবার তারা আরও বলেছে, আগামী ২০ বছরে এ অঞ্চলে উড়োজাহাজের চাহিদা ব্যাপকভাবে বাড়তে পারে। খবর এএফপির।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশকিছু দেশ থেকে করোনা সংক্রমণ রোধে আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করেছে। এর পরই সেসব দেশে উড়োজাহাজের চাহিদা বাড়তে দেখা যায়। তবে এক্ষেত্রে পিছিয়ে এশিয়া। এ অঞ্চলে এখনো বিদেশি পর্যটকদের প্রবেশে বাধা রয়েছে এবং বেশকিছু দেশে বাধ্যতামূলক কোয়ারেন্টিনও চলমান।
সম্প্রতি, এশিয়ার কিছু দেশ ঘোষণা করেছে তারা কভিড-১৯ প্রতিরোধী টিকাগ্রহণকারী বিদেশি যাত্রীদের প্রবেশাধিকার দেবে। করোনার কারণে ফ্লাইট কমে যাওয়ায় উড়োজাহাজ শিল্প বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে, হাজার হাজার কর্মী চাকরিচ্যুত হয়েছে। নতুন ঘোষণায় এ খাত ফের চাঙা হয়ে উঠতে পারে।
এয়ারবাসের বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্সিস ভিদাল বলেন, ‘কয়েক বছরে এ বাজার খুব কঠিন সময় পার করেছে। তবে এখন নিশ্চিত সে অবস্থার উন্নতি হচ্ছে। তাই এ সময়টা আবারও বিমান চলাচলের জন্য স্বস্তিকর সময় হতে যাচ্ছে।’