শিরোনাম
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০২০ সালের জন্য বেলাল খানকে শ্রেষ্ঠ সংগীত পরিচালক ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এ জন্য তথ্য সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বেলাল খানের পরিবর্তে সেটি সংশোধন করে মো. আশিকুর রহমানকে (এম এ রহমান) শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে ঘোষণা করে প্রকৃত সত্য তথ্য প্রকাশ করতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে লেগ্যাল নোটিশে।
রোববার (২০ ফেব্রুয়ারি) মো. আশিকুর রহমান (এম এ রহমান) এর পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন শরীফ লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি জাগো নিউজকে নিশ্চত করেন আইনজীবী নিজে।
আইনজীবী জানান, এর আগে ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০। চলচ্চিত্র শিল্পের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বিবেচনায় এ বছর নানা শাখায় ২৯ জনকে এ পুরস্কার প্রদান করা হবে বলে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়।
নোটিশে বলা হয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ এ যাকে শ্রেষ্ঠ সংগীত পরিচালক করা হয়েছে, উনি সংগীতের বাদ্যন্ত্রের বিষয়ে কোনো ধারণা রাখেন না। তারপরও তাকে শ্রেষ্ঠ সংগীত পরিচালক ঘোষণা করায় তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আজ রোববার থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়া হলে আদালতে রিট করা হবে বলে জানান মো. আশিকুর রহমানের আইনজীবী।
এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা -
আজীবন সম্মাননা প্রদান করা হবে দুইজনকে। তারা হলেন, আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।
যৌথভাবে এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’। শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছে গাজী রাকায়েত। শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম আহমেদ। শ্রেষ্ঠ অভিনেত্রী দীপান্বিতা মার্টিন। শ্রেষ্ঠ খল অভিনেতা মিশা সওদাগর। শ্রেষ্ঠ শিশু শিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি।
শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন ইমরান। শ্রেষ্ঠ গায়িকা যৌথভাবে কনা ও কোনাল। শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল। শ্রেষ্ঠ সুরকার ইমরান। শ্রেষ্ঠ সংগীত পরিচালক বেলাল খান।