শিরোনাম
তরুণ পরিচালক রুবেল আনুশ। ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমা দিয়ে সামালোচকদের প্রশংসা পেয়েছেন তিনি। এবার ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে তার ওয়েব ফিকশন ‘বাবার লেখা চিঠি’।
এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার ও সালহা খানম নাদিয়া। এটি নির্মিত হয়েছে বাবা ও মেয়ের সম্পর্ক নিয়ে। ১৪ ফেব্রুয়ারি থেকে ২ টাকায় সাবস্ক্রিবশনের মাধ্যমে এটি দেখা যাচ্ছে সিনেমাটিক অ্যাপে।
পরিচালক রুবেল আনুশ বলেন, ‘ওয়েব ফিকশনটা একটা ঘর থেকে একটা মেয়ে পালিয়ে যাওয়ার পর সেই মেয়ের বাবার মানসিক অবস্থা কেমন হয় তা নিয়ে। যা দেখে আশা করি সমাজে ভালো ম্যাসেজ যাবে। প্রেম তো থাকবেই, সেইসঙ্গে পরিবার, সমাজ ও প্রিয়জনদের প্রতিও যে আমাদের দায় রয়েছে সেটিই তুলে ধরা হয়েছে এখানে।’
এখন পর্যন্ত কাজটি নিয়ে খুব ভালো সাড়া পাচ্ছেন বলে জানান রুবেল আনুশ। তার ভাষ্য, ‘কাজটি দেখে অনেকেই প্রশংসা করছেন। আমার শিল্প ও পুরো টিমের প্রশংসা শুনছি। সবকিছু মিলিয়ে সামনে আরও ভালো কাজের প্রেরণা পাচ্ছি।’
‘বাবার লেখা চিঠি’র চিত্রনাট্য করেছেন রাকায়েত রাব্বি। এতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, কৌশিক, মোহাম্মদ সালমান প্রমুখ।