সাংবাদিককে হুমকি দিয়ে গ্রেপ্তার হন শাহরুখ!

ফানাম নিউজ
  ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৭

কয়েক মাস আগে মাদক মামলায় গ্রেপ্তার হন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। দেশ জুড়ে আলোচনার ঝড় তোলা এই ঘটনার কথা সকলেরই জানা। ঘরের ছেলেকে ঘরে ফেরাতে না পেরে শাহরুখ-গৌরীর নিত্যদিনের উদ্বেগ।অনেক চেষ্টার পর জামিন পান শাহরুখ পুত্র। কিন্তু এ কথা জানতেন কি, অতীতে খোদ কিং খানও গ্রেপ্তার হয়েছিলেন পুলিশের হাতে? তিন দশক আগের সেই ঘটনার কথা উল্লেখ রয়েছে অনুপমা চোপড়ার লেখা বই, ‘কিং অব বলিউড’-এ।

১৯৯২ সালের কথা। শাহরুখ তখন কাজ করছেন তার বহু চর্চিত এবং বিতর্কিত ছবি ‘মায়া মেমসাব’-এ। তার বিপরীতে ছিলেন দীপা শাহী। অনুপমা তার বইয়ে উল্লেখ করেন, সে সময়ে এক পত্রিকায় লেখা হয়, ছবির একটি অতি-ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তুতি হিসেবে নাকি এক হোটেলে রাত কাটিয়ে এসেছেন শাহরুখ-দীপা এবং নিজের স্ত্রী দীপাকে সেখানে পাঠিয়েছিলেন পরিচালক কেতন মেহতাই! এবং পরদিন নাকি সেই যৌনদৃশ্যের শ্যুটিং হয় কেতন এবং চিত্রগ্রাহকের উপস্থিতিতেই।

পত্রিকার সেই রিপোর্ট পড়ে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন শাহরুখ। ‘কিং অব বলিউড’-এ অনুপমা লিখেছেন, কিং খান সন্দেহ করেন কিথ ডি’কোস্টা নামে এক সাংবাদিককে। সোজা তার দপ্তরে পৌঁছে গিয়ে তাকে রীতিমতো হেনস্থা করেন শাহরুখ। ভুয়া খবর লেখা হয়েছে দাবি করে তাকে হুমকিও দেন তিনি। এর পরেই নাকি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিক।পুলিশ গ্রেপ্তার করে বলিউডের ‘বাদশা’কে।

অনুপমার বইতে আরো লিখেন, পরবর্তীতে এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা স্বীকারও করেন শাহরুখ। জানান, কীভাবে ওই সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন তিনি। যার ফলস্বরূপ তার ছবির সেটে পৌঁছে যায় পুলিশ। সাদা পোশাকের পুলিশকর্মীদের দেখে অবশ্য প্রথমে অনুরাগী বলে ভুল করেছিলেন কিং খান! সেই ভুল ভাঙে অচিরেই।

পরে জামিনে ছাড়া পেয়ে শাহরুখ জানতে পারেন, কিথ ডি’কোস্টা ওই খবরটি লেখেননি। তাই পরে ওই সাংবাদিকের কাছে নাকি ক্ষমাও চান বলিউড বাদশাহ শাহরুখ।

সূত্র : আনন্দবাজার