‘শাকিব খানকে তেল মেরে সিয়ামের কী লাভ, তা–ই ভাবছি’

ফানাম নিউজ
  ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৩

ঢালিউড তারকা শাকিব খান তাঁর ফেসবুক আইডিতে বেশ কিছু ছবি পোস্ট করেছেন গত মঙ্গলবার। সেই পোস্টটি ফেসবুকে শেয়ার দিয়েছেন এই সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ। সিয়ামের শেয়ার করা সেই পোস্টের স্ক্রিনশট আবার শেয়ার করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। ছবিটি পোস্ট করে নির্মাতা লিখেছেন, ‘সিয়ামের শাকিব খানকে তেল মেরে কী লাভ, তা–ই ভাবছি।’

চোখে কালো চশমা। দাঁড়িয়ে আছেন বরফের ওপর। মাথায় শীতের রঙিন টুপি। বোঝা যায় তুষার পড়ছে। দুই দিন আগে এভাবেই ফেসবুকে কিছু ছবিতে হাজির হন শাকিব। তাঁর ছবিটি সিয়াম শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘দ্য রিয়েল গুড লুকস।’ পোস্টটির নিচে একাধিক মন্তব্যে লিখেছেন, ‘ভালোই তেল দিচ্ছেন’, আবার কেউ লিখেছেন ‘সিয়ামও তেল মারে!’ কেউ লিখেছেন, ‘এই জন্য দিন দিন তেলের দাম বাড়ছে।’ তবে সিয়ামের পোস্টটি নিয়ে অনেকেই প্রশংসা করেছেন।

ছবিটি শেয়ার করা প্রসঙ্গে জানতে চাইলে সিয়াম বলেন, ‘এটা আমার ব্যক্তিগত বিষয়। একজনের কোনো কিছু দেখলে ভালো লাগতেই পারে। তখন মনে হয় অ্যাপ্রিশিয়েট করি। সেটা নিজস্ব জায়গা থেকে আমার ভক্তদের সঙ্গে শেয়ার করি। এটার সঙ্গে কে কী ভাবল, এসবের কোনো সম্পর্ক নেই। আমার ভাবনা পরিষ্কার। সেখানে কে আমার শেয়ার করা পোস্টকে কীভাবে নিল, এটা আমি জানি না, জানতেও চাই না।’ পরিচালক দীপংকর দীপন লিখেছেন, ‘সিয়ামের শাকিব খানকে তেল মেরে কী লাভ, তা–ই ভাবছি? প্লিজ কেউ বলবেন না, এই জটিল প্রশ্নের উত্তর আমি মাথা খাটিয়ে বের করতে চাই।’ এ প্রসঙ্গে সিয়াম কোনো মন্তব্য করলেন না। শুধু বললেন, ‘তিনি কেন, কী বুঝে লিখেছেন, এটা তাঁরও ব্যক্তিগত ব্যাপার। এটা দীপংকর দাদাই বলতে পারবেন। তাঁর কাছেই উত্তর আছে। তাঁর কাছে জিজ্ঞাসা করুন, প্লিজ।’

দীপংকর দীপন বর্তমানে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং–পরবর্তী পোস্টপ্রোডাকশনের কাজে ভারতে ব্যস্ত। কাজের ফাঁকে জানালেন, স্ট্যাটাসটি তিনি অনেকটাই মনের দুঃখবোধের জায়গা থেকে দিয়েছেন। তিনি বলেন, ‘বিদেশের শিল্পীরা একে অন্যকে সাপোর্ট করেন, এটা স্বাভাবিক বিষয়। উদাহরণ হিসেবে যদি বলি, সালমান শাহরুখ খানের কিছু শেয়ার করলে তখন আমরা তাঁর ভূয়সী প্রশংসা করি। বলি, তাঁরা এগিয়ে যাচ্ছেন। আমাদেরও এমন হওয়া উচিত। কিন্তু আমাদের অভিনেতা সিয়াম শাকিব খানের ছবি শেয়ার করেছেন, এটাকে অনেকেই ভাবছেন তেল মারছেন। এর মধ্য দিয়ে আমাদের অনেকেই দৈন্য মানসিকতার পরিচয় দিচ্ছেন। কারও কিছু শেয়ার দেওয়া মানেই তেল নয়। সবার উচিত ইন্ডাস্ট্রির স্বার্থে চলচ্চিত্রের এমন ঘটনাকে পজিটিভভাবে দেখা।’

এই সময় দীপংকর আরও বলেন, ‘শাকিব খানের পোস্ট বা তাঁকে নিয়ে কোনো স্ট্যাটাস আমি দিলেও অনেকেই মনে করেন তেল মারছি। এটা আসলে ঠিক নয়। এসব মন্তব্য খারাপ লাগে। আমাদের দেশের মতো ফ্যান হেটারস ক্লাব আর নেই পৃথিবীতে। তারা একজনকে ভালোবাসলে অন্ধের মতো ভালোবাসে। সমালোচনা করলেও অন্ধের মতো। এটাও ঠিক নয়। কারও গঠনমূলক সমালোচনা হওয়া উচিত। এসব ফ্যানের দুই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ, এসব তাদের মন্তব্য পরিবারের লোকেরা দেখেন। তাঁরা হয়তো কষ্টও পান।’

সূত্র: প্রথম আলো