বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য বৃহস্পতিবার

ফানাম নিউজ
  ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৬

ভারতীয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হবে বৃহস্পতিবার। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত পবনহংস মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হওয়ার কথা রয়েছে। 

বাপ্পি লাড়িড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী বসবাস করেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। বাবার মৃত্যু খবর পেয়ে সেখান থেকে রওনা দিয়েছেন। তিনি এলেই শেষকৃত্য সম্পন্ন হবে। 

মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার (ওএসএ) আক্রান্ত হয়েছিলেন।

বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোক জানিয়ে টালিউডের চলচ্চিত্র তারকা প্রসেনজিৎ বলেন, ‘ভালো থেকো বাপিদা। চিরদিন শুধু তুমি যে আমার হয়ে রইলে। বাপিদা একজন শিল্পীই নন, ছিলেন একজন ভালো মানুষও। আমরা তাঁর শূন্যতা অনুভব করব যুগ যুগ ধরে।’

বাপ্পি লাহিড়ীর মৃত্যুর সংবাদে কান্নায় ভেঙে পড়েন সংগীতশিল্পী উষা উথুপ। তিনি বলেন, ‘জানি না কেন ঈশ্বর আমাদের এত কষ্ট দেন। তাঁর শূন্যতা এই বাংলার মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে। তিনিই আমাদের প্রথম ডিসকোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।’

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, ‘বাপ্পি লাহিড়ী তাঁর প্রতিভার গুণে মুগ্ধ করেছিলেন এই বাংলা তথা ভারত ও বিশ্ববাসীকে। সংগীত ভুবনে তাঁর অবদান আমাদের গর্বিত করেছে।’

আশির দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ী। বলিউডের ‘ডিসকো ড্যান্সার’, ‘চলতে চলতে’, ‘শারাবি’, বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালোবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’ প্রভৃতি ছবিতে সংগীত পরিচালনা করেছেন। গেয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান।

২০২০ সালে তাঁর শেষ গান ‘বাঘি-৩’-এর জন্য। জীবনকালে গান নিয়ে যেমন তিনি পরীক্ষা-নিরীক্ষা করেছেন, তেমনই তাঁর পোশাকও বরাবরই আকর্ষণের কেন্দ্রে ছিল। বাপ্পি লাহিড়ী মানেই ভক্তদের কাছে আদ্যোপান্ত সোনায় মোড়া এক মানুষ। তাঁর গয়না ব্যবহার নিয়ে নানা রসিকতাও শোনা গেছে।