শিরোনাম
অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান আয়োজিত হলো। সেখানে চমক দেখান সভাপতি পদে পরাজিত প্রার্থী মিশা সওদাগর।
জায়েদ খান মুখ ফিরিয়ে নিয়ে আইনি পদক্ষেপ নিলেও ঠিকই এলেন মিশা। আগেই শোনা গিয়েছিল, মিশা-জায়েদ প্যানেলের কেউই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।
কিন্তু গতকাল রোববার অনুষ্ঠান শুরু হওয়ার পাঁচ মিনিট আগেই ভিড় ঠেলে সামনে আসেন মিশা। চলচ্চিত্রের প্রতি ভালোবাসা আর ভ্রাতৃত্ববোধ দেখিয়ে খল নায়ক থেকে বাস্তবের নায়কে পরিণত হলেন মিশা।
নবনির্বাচিত সভাপতিকে তিনি শপথবাক্য পাঠ করাবেন জানালে ওই সময় উল্লাসে ফেটে পড়েন ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সমর্থকরা। কিংবদন্তি মিশা সওদাগরের এই ভূমিকাকে স্বাগত জানান চিত্রনায়ক আলমগীর।
বিকেল সাড়ে পাঁচটায় নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর।
শপথ অনুষ্ঠান শেষে সন্ধ্যায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে শিল্পী সমিতির কার্যালয়ে সভাপতির চেয়ারে বসেই মিশা সওদাগরের ভূয়সী প্রশংসা করেন ইলিয়াস কাঞ্চন।
তাৎক্ষণিক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি মিশাকে এখানে আসতে ব্যক্তিগতভাবে ফোন করেছিলাম। এসেছে সে। এটি উদাহরণ হয়ে থাকবে। যারা আসেননি, তারা হয়তো রাগ করে আছেন। আশা করব শিল্পীদের স্বার্থে সব ভেদাভেদ ভুলে এখানে আসবেন সবাই। চলচ্চিত্রের উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করব।’
নিপুণ বলেন, ‘মিশা ভাই আমার বড় ভাইয়ের মতো ছিলেন, থাকবেন। আমরা আগেই বলেছিলাম, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব। সেটা যেন পারি আমরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’