শিরোনাম
সদ্য সমাপ্ত বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির নির্বাচনে (বিএফডিসি) ভোট কেনাসহ নানা অভিযোগ ছিল সাধারণ সম্পাদক পদে জয় পাওয়া অভিনেতা জায়েদ খানের বিরুদ্ধে।
আপিল বোর্ডে সেই অভিযোগের প্রমাণ পাওয়ায় জায়েদের প্রার্থিতা বাতিল করা হয়। ফলে,একই পদে প্রতিদ্বন্দ্বিতা করা অভিনেত্রী নিপুণকে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ বিজয়ী ঘোষণা করেছে আপিল বোর্ড।
এদিকে, বিজয়ী হওয়ার খবরে কেঁদে ফেলেন নিপুণ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি।
নিপুণের সেই ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলোঃ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিষয়ে সম্মানিত আপিল বোর্ডের সিদ্ধান্তে আমাকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কৃতজ্ঞতা জানাচ্ছি প্রেস মিডিয়াসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের প্রত্যেকটি মানুষকে যারা আমার এই পথ চলায় পাশে দাঁড়িয়ে শক্তি ও সাহস দিয়ে ঋণী করেছেন। পাশাপাশি সবাইকে মতানৈক্য ভুলে একতাবদ্ধভাবে হাতে-হাত রেখে কাজ করে যাওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
আমরা সবাই মিলে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে বর্তমান সঙ্কট থেকে মুক্ত করে অপার সম্ভাবনার পথে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।
(ফেসবুক থেকে সংগৃহীত)