শিরোনাম
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি সিনেমা থেকে শুরু করে ব্যক্তি জীবনেও আলোচনায় আছেন। কিছু দিন আগে বিচ্ছেদ হয়েছে প্রথম স্বামী অপুর সঙ্গে। এরই মধ্যে এলো দ্বিতীয় বিয়ের সংবাদ। রাকিব সরকার নামে গাজীপুরের এক রাজনীতিক-ব্যবসায়ীকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। এর আগে তারা বেশ কিছু দিন প্রেম করেছেন।
কিন্তু বিয়ের পর কি সেই প্রেম কমে গেছে? নাকি যা ছিল, তা প্রেমই নয়?
প্রশ্নগুলো উঠছে
তবে তার প্রেম সম্পর্কে সর্বশেষ ফেসবুক পোস্ট নিয়ে রহস্য দেখা দিয়েছে। ফেসবুক পোস্টে মাহিয়া উদ্বৃত করেছেন তসলিমা নাসরিনের কবিতা ‘প্রেম’।
কবিতাটি এমন-
‘যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য,
চুলে মুখে রং মাখতে হয়,গায়ে সুগন্ধী ছিটোতে হয়,
সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয়,
শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পড়ে সাজতে হয়,
যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়,
তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার।
প্রেম হলে আমার যা কিছু এলোমেলো,
যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর
থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালবাসবে।
কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়!
এত যে পুরুষ চারিদিকে, কই, প্রেমিক তো দেখি না!’
মাহি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে কবিতাটি ক্যাপশনে জুড়ে দিয়েছেন। এই ছবি পোস্টের পর থেকেই তার ভক্ত এবং
নেটিজেনদের মনে নতুন প্রশ্ন উদয় হয়েছে হঠাৎ কেন এমন কবিতা শেয়ার দিলেন নায়িকা? প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়নি। কারণ কিছুই পরিষ্কার করেননি মাহি।
উল্লেখ্য, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন মাহি। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। গত মে মাসে অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তিনি।