সিনেমার শুটিংয়ে ফিরলেন ববি

ফানাম নিউজ
  ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৪
আপডেট  : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:২২

মহামারি করোনাভাইরাসের জন্য পুরো বিশ্ব জুড়েই এখন আতঙ্ক বিরাজ করছে। এর জন্য অনেকটাই ভাটা পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। ভাইরাসের জন্য বন্ধ হয়ে যায় সকল দেশের শুটিং ব্যবস্থাপনা। যদিও ধীরে ধীরে সুবাস বইতে শুরু করেছিল কিন্তু ভাইরাসরটি প্রভাব এখনও রয়ে গেছে। তারপরও স্বাস্থ্যবিধি মেনে কিছু শুটিং চলছে।

এর ধারাবাহিকতায় এফডিসিতে শুরু হলো সিনেমার শুটিং। আর এতে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ সিনেমার মাধ্যমে তিনি দুই বছর পর শুটিংয়ে ফিরলেন। তার বিপরীতে রয়েছেন তরুণ অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সিনেমাটির প্রথমদিনের শুটিং হয়েছে এফডিসি ও হাতিরঝিলে। পুরো মাস ধরেই রাজধানী ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে এর শুটিং চলবে। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। এবং তিনি এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

নির্মাতা রাশিদ পলাশ জানান,‘একটি বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। আপাতত আর কিছু বলতে চাই না। সময় হলে জানিয়ে দিব।’

‘ময়ূরাক্ষী’ সিনেমাটির নির্বাহী প্রযোজক শাহাদাৎ হোসেন লিটন। প্রযোজনায় ‘আজ ইন্টারন্যাশনাল লিমিটেড’। এর আবহ সংগীত ও গান তৈরি করছেন জাহিদ নিরব। শুটিং শেষ হলে সিনেমা দর্শকদের জন্য মুক্তি দেওয়া হবে।

সূত্র: আরটিভি নিউজ