নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন অনন্ত জলিল

ফানাম নিউজ
  ২৯ জানুয়ারি ২০২২, ১৫:৩১

বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে অংশ নেননি অভিনেতা ও প্রযোজন অনন্ত জলিল।অংশ নেননি তার সহধর্মিণী আফিয়া নুসরাত বর্ষাও। কারণ দুজনেই এ মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন। সূত্র: যুগান্তর

সিনেমার শুটিংয়ের কাজে বর্তমানে তুরস্কে আছেন এ তারকা দম্পতি। আসবেন ফেব্রয়ারির ১ তারিখে।

দেশের বাইরে থাকলেও নির্বাচন নিয়ে সব খবরই রেখেছেন অনন্ত-বর্ষা।

শনিবার ভোরে ফলাফল ঘোষণার পর  অনন্ত জলিল বলেন, ‘যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। আশা করব শিল্পীদের মান উন্নয়নে তারা বিশেষ ভূমিকা রাখবেন, বিপদে-আপদে শিল্পীদের পাশে দাঁড়াবেন।’  

অবশ্য শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে আগ্রহ দেখাননি ‘মোস্ট ওয়েলকাম’  খ্যাত তারকা। 

গত ১৩ জানুয়ারি এ বিষয়ে এক স্ট্যাটাসে নিজের অবস্থান পরিষ্কার করেন অনন্ত জলিল।

নিজেরে ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘আসসালামু আলাইকুম, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই। শিল্পীদের পাশে আমি ছিলাম, আছি এবং থাকব। তবে কোন ধরনের নির্বাচনের সঙ্গে আমি জড়িত  থাকব না। হোক সেটি শিল্পী সমিতির নির্বাচন অথবা রাজনৈতিক নির্বাচন। আমি আমার গার্মেন্টসের ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকি।’