সর্বোচ্চ ভোট ফেরদৌসের, সর্বনিম্ন হরবোলা

ফানাম নিউজ
  ২৯ জানুয়ারি ২০২২, ১১:০৮

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী দুই বছরের জন্য সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান নির্বাচিত হয়েছেন। টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ। সূত্র: আরটিভি

ভোট গণনা শেষে শনিবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১টি ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ১৪৮টি ভোট। আর সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার পেয়েছেন ১৬৩টি ভোট।

সহ-সভাপতি পদে মাসুম পারভেজ রুবেল ১৯১ ভোট ও মনোয়ার হোসেন ডিপজল ২১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে ১৫৬ ভোট পেয়ে হেরেছেন রিয়াজ ও ১১২ ভোট পেয়ে হেরেছেন ডি এ তায়েব।

তবে এবারের নির্বাচনে কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন 'হঠাৎ বৃষ্টি' খ্যাত নায়ক ফেরদৌস। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৪০। তিনি সর্বাধিক ভোট পাওয়ার নজির গড়েছেন। এদিকে ফেরদৌসের পরই আছেন দপ্তর সম্পাদক পদে আরমান, যিনি পেয়েছেন ২৩২ ভোট।

আর কার্যকরী সদস্য পদে সবচেয়ে কম ভোট পেয়ে হেরেছেন অভিনেতা রবিউল ইসলাম হরবোলা।

চলচ্চিত্র শিল্পী সমিতি ভোটার ৪২৮ জন। নির্বাচনে ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল হয়েছে ১০টি ভোট। বৈধ ভোট ৩৫৫টি।