শিরোনাম
শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা ১৬ মিনিট পর্যন্ত। সকাল থেকেই শিল্পীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে বিএফডিসি। একে একে ভোটাররা হাজির হন।
মোট ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। তবে সর্বমোট ৩৬৫ ভোট পড়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। শিল্পীরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন বলে আরটিভি নিউজকে জানিয়েছে নির্বাচন কমিশন। এখন ভোট গণনা চলছে।
এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ একটি প্যানেল গঠন করেছেন এবং অন্য প্যানেলে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।
অন্যদিকে শুক্রবার (২৮ জানুয়ারি) অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের দিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে সাড়ে ছয়টা পর্যন্ত। এখানে দিনভর উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন নাট্যাঙ্গনের অভিনেতা-অভিনেত্রীরা। এখন চলছে ভোট গণনা। এবার ভোটার সংখ্যা মোট ৭৫২ জন।
অভিনয় শিল্পী সংঘ ও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনার আরটিভি নিউজকে জানিয়েছেন। কিছুক্ষণ আগেই তারা ভোট গণনা শুরু করেছেন। গণনা শেষ হতে অনেকটা সময় লাগবে বলে জানিয়েছেন।