চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চাওয়ার আবেদন হাইকোর্টে

ফানাম নিউজ
  ২৬ জানুয়ারি ২০২২, ১৬:০০
আপডেট  : ২৬ জানুয়ারি ২০২২, ১৬:১৭

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন দায়ের করা হয়েছে। সূত্র: আরটিভি

বুধবার (২৬ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের শুনানি চলছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটার তালিকা থেকে বাদ পড়া শিল্পীদের আবেদনের শুনানিও চলছে।

আগামী ২৮ জানুয়ারি এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির এই দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান।

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দুটি প্যানেল অংশ নিচ্ছে। একটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন যথাক্রমে বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ। অন্যটিতে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

একনজরে দুটি প্যানেলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা

কাঞ্চন-নিপুণ প্যানেল

সভাপতি: ইলিয়াস কাঞ্চন

সহ-সভাপতি : রিয়াজ ও ডি এ তায়েব

সাধারণ সম্পাদক : নিপুণ

সহ-সাধারণ সম্পাদক : সাইমন সাদিক

সাংগঠনিক সম্পাদক : শাহানুর

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : নিরব

দপ্তর ও প্রচার সম্পাদক : আরমান

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক : ইমন

কোষাধ্যক্ষ : আজাদ খান

কার্যকরী পরিষদের সদস্য : অমিত হাসান, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমিন, কেয়া, পরীমণি, গাঙ্গুয়া ও সীমান্ত।

মিশা-জায়েদ প্যানেল

সভাপতি : মিশা সওদাগর

সহ-সভাপতি : মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল

সাধারণ সম্পাদক : জায়েদ খান

সহ-সাধারণ সম্পাদক : সুব্রত

সাংগঠনিক সম্পাদক : আলেকজান্ডার বো

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : জয় চৌধুরী

দপ্তর ও প্রচার সম্পাদক : জেকে আলমগীর

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক : জাকির হোসেন

কোষাধ্যক্ষ : ফরহান

কার্যকরী পরিষদের সদস্য : রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর।