শিরোনাম
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রচারণায় লাঞ্ছিত হলেন চিত্রনায়ক মামনুন ইমন। তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করছেন। শুক্রবার তিনি নির্বাচনী প্রচারণা করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইমনের হঠাৎ এভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় সাময়িকভাবে এফডিসিতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তারপর চলচ্চিত্রের জ্যেষ্ঠ শিল্পীদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ইমন বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে শিল্পী সমিতির অফিসসংলগ্ন রাস্তায় নির্বাচনী প্রচারণা করছিলাম। সঙ্গে ছিলেন নিপুণ, রিয়াজ ভাইসহ অনেকেই। একটু দূরে মিশা সওদাগর ভাইকে দেখে তাঁর সঙ্গে আমি কুশল বিনিময় করতে যাই। তখনই কেউ একজন আমার গায়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন। যিনি ধাক্কা দিয়েছেন, তাঁকে চেনার চেষ্টা করলাম, কিন্তু চিনতে পারিনি। তবে তাঁর আচরণ খুবই ঔদ্ধত্যপূর্ণ। তিনি বেশ অ্যাগ্রেসিভ ছিলেন।’
ইমন জানান, তাৎক্ষণিকভাবে মিশা সওদাগর ভাই বিষয়টি মীমাংসা করতে গেলে সেই বহিরাগত আরও রেগে গিয়ে মারতে আসেন। উচ্চ স্বরে কথা বলেন। ইমন বলেন, ‘এ সময় বহিরাগত ওই ব্যক্তিকে জিজ্ঞেস করি, আমি নায়ক ইমন, আমাকে চেনেন না? ধাক্কা দিচ্ছেন কেন? তিনি আমার সঙ্গে আবারও দুর্ব্যবহার করেন। মিশা ভাই তাঁকে সরি বলতে বললেও তিনি থামছিলেন না।’
ইমন বলেন, ‘বহিরাগত ওই ব্যক্তি মিশা-জায়েদ প্যানেলের সমর্থক। এর আগেও এই লোককে দেখেছি, তিনি মিশা-জায়েদের পক্ষে স্লোগান দিয়েছেন। নির্বাচন কমিশনকে সঙ্গে সঙ্গে এই ঘটনা জানিয়েছি। লিখিতভাবে অভিযোগ দিচ্ছি। আশা করছি, নির্বাচন কমিশন এর সুষ্ঠু বিচার করবে। আমরা শান্তিতে নির্বাচন করতে চাই।’
সূত্র: প্রথম আলো