‘আজ রাতে আমি ক্রিমমাখা ভুট্টা খাব’

ফানাম নিউজ
  ১৮ জানুয়ারি ২০২২, ২২:৫৩

বয়স হলো ষাট! রসবোধ একফোঁটাও কমেনি জিম ক্যারির। কৌতুক অভিনেতা না বলে তাঁকে বলা যাক জাত অভিনেতা। আজ ছিল জিম ক্যারির ষাটতম জন্মদিন। 

ভুলে যাওয়ার উপায় কী, যখন আছে সামাজিক যোগাযোগমাধ্যম? টুইট করে দুবারের গোল্ডেন গ্লোবজয়ী অভিনেতা জিম ক্যারি নিজেই জানালেন, ‘আজ আমার জন্মদিন। আই অ্যাম ওল্ড বাট আই অ্যাম গোল্ড। তোমাদের ভালোবাসি।’ ভিডিওতে বয়স্ক মানুষের মুখভঙ্গি ও স্বর নকল করে তিনি বললেন, ‘আমি ষাট এবং সুন্দর। আজ রাতে আমি ক্রিমমাখা ভুট্টা খাব।’ টুইটারে বন্ধুবান্ধবের শুভেচ্ছাবার্তাও পেয়েছেন ক্যারি। বন্ধু ক্যারি এলোয়েস, বিয়ন্সেসহ অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। 

নব্বইয়ের দশকের শুরুর দিকে অভিনয়ে আসার পরপরই জনপ্রিয় হয়ে উঠেছিলেন জিম ক্যারি। কমিডি সিরিজ ‘ইন লিভিং কালার’ থেকে শুরু করে সিনেমা ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’, ‘দ্য মাস্ক’, ‘এস ভেঞ্চুরা: পেট ডিটেকটিভ’ তাঁকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। এরপর ‘ম্যান অন দ্য মুন’, ‘এটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’–এর মতো চমকপ্রদ সব ছবিতে তাঁকে নেন পরিচালকেরা। কেবল ক্যামেরার সামনে নয়, একপর্যায়ে পেছনেও কাজ করতে শুরু করেন তিনি। ‘আম ডায়িং আপ হিয়ার’ ও ‘কিডিং’–এর মতো অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ছিলেন তিনি।

নতুন বছর আসতে না আসতেই কাজে ডুবে গেছেন জিম ক্যারি। মার্কিন র‌্যাপার দ্য উইকেন্ডের নতুন স্টুডিও অ্যালবাম ‘ডন এফএম’–এ পাওয়া যাবে তাঁকে। চলতি বছরের এপ্রিল মাসে আসছে তাঁর অভিনীত ‘সনিক দ্য হেজহগ টু’ ছবিটি।

বেশ কিছুদিন হলো অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন জিম ক্যারি। সে প্রসঙ্গে একবার হলিউড রিপোর্টারকে এক সাক্ষাৎকারে ক্যারি জানিয়েছিলেন, কেন তিনি অভিনয় থেকে হঠাৎ সরে গিয়েছিলেন। কেনই বা শুরু করেছিলেন ছবি আঁকার মতো ভিন্ন ধরনের কাজ। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি এসব কাজে আর থাকতে চাইনি। যা হচ্ছে চারপাশে, করপোরেশনগুলো সব দখল করে নিচ্ছে, এসব আমার ভালো লাগছে না। ছবি আঁকার ক্ষেত্রে অন্তত কেউ আমাকে আগামী প্রান্তিকের পরিকল্পনা চাপিয়ে দিতে পারছে না।’