কে এগিয়ে কে পিছিয়ে

ফানাম নিউজ
  ১৩ জানুয়ারি ২০২২, ১৩:৩০

স্মৃতির ঝাঁপিতে চলে গেল আরও একটি বছর। করোনা মহামারিকে সঙ্গী করে গত বছরটিও ভালো-মন্দের মিশেলে কেটেছে। সাধারণ মানুষের মতো বিনোদন অঙ্গনও ধুঁকেছে গত বছরটি। লকডাউন এবং নানা ধরনের বিড়ম্বনা সঙ্গী করে বিনোদন অঙ্গন সচল রাখার চেষ্টা করেছেন সংশ্লিষ্টরা। তবে গত বছর বিনোদন অঙ্গনের সব শাখা সমান সক্রিয় ছিল না। যেমন প্রেক্ষাগৃহ প্রায় পুরো বছরই বন্ধ ছিল। মঞ্চাঙ্গনও সেভাবে চালু ছিল না।

এ কারণে দর্শকের বিনোদন চাহিদার সিংহভাগ জোগান দেওয়া হয়েছিল নাটক দিয়ে। এ সময়গুলোতে টিভি চ্যানেলের পাশাপাশি অনলাইন প্ল্যাটফরমের কাজের পরিধি বৃদ্ধি পেয়েছিল। তবে অনেক অভিনয়শিল্পীকে কাজ করতে দেখা গেলেও মূলত কাজের চাপ বেশি ছিল হাতেগোনা কয়েকজন অভিনয়শিল্পীর প্রতি।

তাদের মধ্যে অন্যতম দুজন হলেন জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো। মূলত তাদের সামনে রেখেই নির্মাতারা নাটক নির্মাণ করেছেন বেশি। এ দুই অভিনেতার অভিনীত নাটকের সংখ্যা যেমন ছিল বেশি, তেমনই তাদের গ্রহণযোগ্যতা কিংবা কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ ছিল নাট্যাঙ্গনে। গত বছর অপূর্ব শুধু রোমান্টিক গল্পের নাটকে নিজেকে আবদ্ধ রাখেননি, বিভিন্ন ধরনের নতুন চরিত্রে অভিনয় করেছেন এবং বৈচিত্র্যপূর্ণ চরিত্রের মাধ্যমে দর্শকদের বিনোদিত করেছেন। আগের রোমান্টিক ইমেজ থেকে বের হয়ে আসার কারণে তার প্রতি ছিল দর্শকের দুর্বার আকর্ষণ। বছরের শেষভাগে এসে বিয়ের কারণে কিছুদিন অভিনয় থেকে বিরত থাকলেও অল্প সময়ের মধ্যেই তিনি ফিরেছেন অভিনয়ে। এ ছাড়া নাট্য প্রযোজক হিসাবেও আবির্ভূত হয়েছে। সব মিলিয়ে পরিকল্পনামাফিক এগিয়েছেন অপূর্ব।

অন্যদিকে আফরান নিশোও নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের বিনোদিত করেছেন। তার অভিনীত নাটকগুলোর প্রতি ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। গত বছর নিশো অভিনয়ে নিজেকে ছাড়িয়ে গেছেন অন্য বছরের তুলনায়। কিন্তু বরাবরের মতো নিজস্ব স্টাইলে চলেছেন তিনি। যেমন নতুন নির্মাতাদের সঙ্গে কাজ করতে অনাগ্রহী দেখা গেছে তাকে। বিশেষ করে নিজেকে বিচ্ছিন্ন রেখে নিজের খেয়াল খুশিমতো চলেছেন বলে একাধিক নির্মাতার অভিযোগ রয়েছে তার প্রতি। দর্শক এবং সংশ্লিষ্টদের অভিমত, শুধু অভিনয়ে মেধাবী হলেই হবে না, পাশাপাশি সিনসিয়ারিটিও থাকতে হবে তারকাদের। গত কয়েক বছর ধরেই এসব অভিযোগ ভেসে বেড়াচ্ছে নাট্যাঙ্গনে।

তাই এ দুই তারকার কাজের সামগ্রিক মূল্যায়ন করতে গিয়ে নিশোর চেয়ে অপূর্বকে এগিয়ে রাখছেন সংশ্লিষ্টরা। তা ছাড়া দর্শকদের অভিমত থেকে জানা গেছে, অভিনয় দক্ষতায়ও অপূর্বকে এগিয়ে রাখছেন দর্শক। সামগ্রিক বিষয়ে আফরান নিশোর বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

একই বিষয়ে অপূর্বর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার সঙ্গে প্রতিনিয়ত নাট্যকার, নির্মাতা ও প্রযোজকদের যোগাযোগ হয়। তারা কাজের প্রস্তাব নিয়ে আসেন। আমার পছন্দ হলে কাজ করি, না হলে ফেরত দেই। আমি সফল কিংবা ব্যর্থ এ বিষয়টির মূল্যায়নের ভার দর্শকের কাছেই থাকে। আমি শুধু গল্প ও চরিত্রের দিকে খেয়াল রেখে কাজ করি। দর্শকই আমার বড় শক্তি। তাদের ভালোবাসার কারণেই আজকের এ অবস্থানে আসতে পেরেছি। জীবনের বাকি সময়গুলো এভাবেই কাজ করে যেতে চাই।’

সূত্র: যুগান্তর