শিরোনাম
ভারতেও গত এক সপ্তাহ ধরে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত্রের তালিকায় রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও প্রযোজকরাও। এবার করোনা পজিটিভ হয়েছেন শ্রীলেখা মিত্র।
শুক্রবার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগাধ্যমে নিজেই এ খবর জানিয়েছেন শ্রীলেখা। পরে তিনি ফেসবুকে লাইভে এসেও করোনা আক্রান্ত হওয়ার খবর জানান।
লাইভে শ্রীলেখা বলেন, ‘আমি ভাবতেই পারিনি যে, রিপোর্ট পজিটিভ আসবে। শরীরে কোনো উপসর্গই ছিল না।’
তবে করোনা পরীক্ষার পর সুখবর জানিয়েছেন কমেডিয়ান মীর আফসার আলি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, বর্তমান পরিস্থিতিতে টেস্ট করানোর প্রয়োজন মনে করছিলাম। তবে সৌভাগ্যবশত রিপোর্ট নেগেটিভ এসেছে।
মজা করে মীর আরও লেখেন, ‘ফলে আমার সংস্পর্শে যারা এসেছেন, তাদের টেস্ট করার আর প্রয়োজন নেই।’
এর আগে কোলকাতার জনপ্রিয় অভিনেতা দেব, পরমব্রত, রুদ্রনীল ঘোষ, শুভশ্রী, মিমি চক্রবর্তী, পরিচালক সৃজিত, রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত হন। এ কারণে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও স্থগিত করা হয়েছে।