শিরোনাম
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। জনপ্রিয় নির্মাতা সাগর জাহানের ছেলে তাসওয়ার জাহান অবাক জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ছেলের কৃতিত্বে গর্বিত বাবা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ফেসবুকে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে অবাকের ফলাফলের কথা জানান সাগর জাহান। তিনি লিখেছেন, 'আমার ছেলে অবাক আমাকেও ছাড়িয়ে গেছে। এসএসসি তে জিপিএ-৫ পেয়েছে আল্লাহর রহমতে। সবাই দোয়া করবেন আমার অবাকের জন্য।' তার সেই পোস্টে নেটাগরিকরা অভিনন্দন বার্তা দিয়েছেন। অবাকের জন্য সবাই ভালোবাসা ও শুভ কামনা জানিয়েছেন।
এর আগে গেলো ১৪ নভেম্বর ফেসবুক পোস্টে এই নির্মাতা জানিয়েছিলেন, 'আজ আমার ছেলে এসএসসি দিবে, সবাই দোয়া করবেন।'
প্রসঙ্গত, এবারের মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। পাসের হারে সব বোর্ডের মধ্যে সেরা ময়মনসিংহ। এই বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। তবে জিপিএ-৫ এ সেরা হয়েছে ঢাকা। এই বোর্ডে ৪৯ হাজার ৫৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চ্যুয়ালি এ ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।