শিরোনাম
ব্ল্যাকমেইলের শিকার এক অভিনেত্রীর লাশ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ভারতের মুম্বাইয়ে এই ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।
পুলিশ এনডিটিভিকে জানায়, ২৮ বছর বয়সী ওই অভিনেত্রীকে মাদক কর্মকর্তা সেজে ব্ল্যাকমেইল করেছিলেন দুই যুবক। সুরাজ পরদেশী এবং প্রবীণ ভালিমওয়ে নামে অভিযুক্ত ওই দুই যুবককে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২০ ডিসেম্বর স্থানীয় সময় রাতে একটি পাঁচ তারকা হোটেলে তার বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে গিয়েছিলেন। এ সময় দুই দিন ব্যক্তি এসে নিজেদের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা দাবি করে অভিযান চালান।
অভিযুক্ত যুবকরা ওই অভিনেত্রীকে জানান, ঘটনাস্থলে মাদক পাওয়া গেছে। তবে ২০ লাখ রুপি দিলে ওই অভিনেত্রীর নাম এফআরআইয়ে উল্লেখ করা হবে না বলে প্রস্তাব দেন তারা।
পুলিশ জানায়, ওই দুই ব্যক্তি অভিনেত্রী কি সিদ্ধান্ত নিয়েছেন জানার জন্য তাকে ফোন দেন। এতে বিব্রত ওই অভিনেত্রী বৃহস্পতিবার নিজের বাড়িতেই সিলিং ফ্যানের সঙ্গে গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা, প্রতারণা, এবং ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।