শিরোনাম
বলিউড সুপারস্টার সালমান খানকে সাপে কামড়িয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে পানভেলের ফার্মহাউসে এই দুর্ঘটনা ঘটে। সাপের কামড়ের পর সঙ্গে সঙ্গেই সালমানকে মুম্বাইয়ের এমজিএম (মহাত্মা গান্ধী মিশন) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
জানা গেছে, সাপটি বিষহীন থাকায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ভাইজানকে। তিনি আশঙ্কামুক্ত ও সুস্থ আছেন। বর্তমানে নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন এই অভিনেতা। সাপের কামড়ের তিক্ত সেই অভিজ্ঞতার কথা গণমাধ্যমকে জানিয়েছেন ভাইজান।
সালমান বলেন, ‘একটা সাপ আমার খামারবাড়ির ভেতরে চলে আসে। আমি লাঠি নিয়ে সাপটিকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এক পর্যায়ে সাপটি আমার হাতের কাছাকাছি পৌঁছে যায়। আমি সাপটি ধরে ফেলি। তখন ওই সাপ আমার হাতে তিনবার ছোবল মারে। এটা কম বিষধর সাপ ছিল। আর আমি এখন সুস্থ আছি।’
ভাইজান জানান, পরে তিনি সেই সাপের সঙ্গে সেলফি নিয়েছেন। তবে সালমানকে সাপের কামড়ের ঘটনায় তার মা-বাবা, ভাইবোন ও ভক্তরা রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল।
সালমানের মতে, সাপটি মানুষের হট্টগোল শুনে ভয় পেয়ে কামড়ে দিয়েছিল।
সাপটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শুরুতেই বলেছিলাম, সাপটির বিষ নেই। পরে যখন জানতে পারলাম সেটিই সত্যিই, তখন আমাদের খামারবাড়ি থেকে নিরাপদ দূরত্বে এক জায়গায় ছেড়ে আসা হয় সাপটিকে।’
সালমানের বাবা সেলিম খান বলেন, ‘যখন ঘটনাটি ঘটে, আমরা সবাই খুব চিন্তায় পড়ে যাই। সালমানকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই ইঞ্জেকশন দেওয়ার জন্য। এই ক্ষেত্রে সেটি খুব জরুরি। ভাগ্যিস সাপটির বিষ ছিল না।’
আজ সোমবার (২৭ ডিসেম্বর) সালমান খানের জন্মদিন। ৫৬ বছরে পা দিচ্ছেন তিনি। এ উপলক্ষে পানভেলের ফার্মহাউসে জোর প্রস্তুতি চলছে। ভাইজানের জন্মদিনে শামিল হতে তারকারা ইতিমধ্যে তার খামারবাড়িতে এসে পৌঁছেছেন। গতকাল রাতে ববি দেওল, বতসল শেঠ, রজত শর্মা প্রমুখ পানভেলের খামারবাড়িতে পৌঁছে গেছেন।