শিরোনাম
আধুনিক বাংলা সাহিত্যের সফলতম কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ হয় হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওনের গান ‘যদি মন কাঁদে’। এটি একটি সিক্যুয়াল গান।
অধ্যাপক মোহাম্মদ ফজলের কথায় গানটির সুর করেছেন এসআই টুটুল। হুমায়ূন আহমেদের সর্বশেষ জন্মদিনে গানটি প্রকাশ হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে। এটি প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন শাওন।
এই গান প্রসঙ্গে তিনি বলেন, ‘গানটির বিষয়ে যখন আমাকে প্রথম বলা হয় আমি খুব একটা গুরুত্ব দেইনি। ‘যদি মন কাঁদে’ গানটি আমার জীবনের একটা বড় অংশজুড়ে আছে। এর যে দ্বিতীয় অধ্যায় হতে পারে আমি নিজেও এ বিষয়ে নিশ্চিত ছিলাম না। নতুন গানের কথাগুলো বারবার শুনে এ গানটি করার সিদ্ধান্ত নেই। আশাকরি প্রথম গানটির মতো এ গানটিও সবার ভালোবাসা অর্জন করবে।’
এদিকে অভিনয় কিংবা নির্মাণ কোনোটাতেই নিয়মিত কাজ করেন না শাওন। করোনা পরিস্থিতির কারণেই অভিনয় কিংবা নির্মাণে দেখা যাচ্ছে না তাকে। তবে মাঝে-মধ্যেই নতুন গানে কণ্ঠ দিয়ে যাচ্ছেন তিনি।