শিরোনাম
ওয়েব সিরিজের সুবাদে পঙ্কজ ত্রিপাঠি এখন ভারতের তুমুল জনপ্রিয় এক অভিনেতার নাম। তার নামেই সিরিজ চলছে। দর্শক অপেক্ষায় থাকেন পঙ্কজের নতুন কাজ কবে আসবে, তাই। সবার প্রত্যাশা, এই অভিনেতার উপস্থিতি মানেই ভিন্ন কিছু।
পঙ্কজও জনপ্রিয়তার স্রোতে গা না ভাসিয়ে কাজ করছেন গল্প ও চরিত্রের গুরুত্ব দেখে।
সেই ধারবাহিকতায় এবার তিনি নাম লেখাচ্ছেন কলকাতার গুণী নির্মাতা সৃজিত মুখার্জির সিনেমায়। এর নাম ঠিক করা হয়েছে ‘শেরদিল’। এটি সৃজিতের তৃতীয় হিন্দি সিনেমা হতে যাচ্ছে।
নভেম্বর মাসেই সিনেমাটির কাজ শুরু করতে চলেছেন সৃজিত। সে ছবিতে বাঘ নিয়ে নানা কাণ্ড ঘটাবেন পরিচালক।
২০১৯ সালে নতুন এই বলিউড ছবির ঘোষণা করেছিলেন সৃজিত। তবে করোনা আবহে ২০২০ সালে এই ছবির শুটিং শুরু করতে পারেননি তিনি। শোনা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ১৮ তারিখ থেকে ‘শেরদিল’-এর শুটিং শুরু হবে।’
২০১৬ সালে খবরে কাগজে নেপালের একটি ঘটনার কথা জানতে পারেন সৃজিত। নেপাল সীমান্তে ৬০২ কিলোমিটার বিস্তৃত একটি ব্য়াঘ্র প্রকল্প রয়েছে। সেখানে বাঘের সংখ্যা পঞ্চাশের বেশি। সরকারি নির্দেশ, জঙ্গলের বাইরে বাঘের আক্রমণে এলাকাবাসীর মৃত্যু হলে, মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে।
শোনা যায়, এই টাকা পাওয়ার আশায় বহু দরিদ্র মানুষ জঙ্গলে হানা দেয়। এরকমই এক সত্য ঘটনাকে নিয়েই নাকি ‘শেরদিল’ তৈরি করছেন সৃজিত।
গুঞ্জন রয়েছে, এই ছবি নিয়ে বিস্তারিত কথা বলতেই দুর্গাপূজার সময় স্ত্রী মৃদুলাকে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছিলেন পঙ্কজ ত্রিপাঠি।
এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও দেখা যাবে শায়নী গুপ্ত ও নীরজ কবিকে। তবে এই ছবির ব্যাপারে এখনই কোনো কিছু মন্তব্য করতে চাননি সৃজিত।