মায়ের অনুরোধে নাচলেন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী

ফানাম নিউজ
  ০৮ নভেম্বর ২০২১, ১৪:৩২

ওপার বাংলার জনপ্রিয় টিভি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। তার ডান ফুসফুসে টিউমার ধরা পড়ে। গেলো মাসে অস্ত্রোপচারের মাধ্যমে এ অভিনেত্রীর ফুসফুসের অর্ধেক বাদ দেওয়া হয়েছে।

প্রতিবার কেমো থেরাপি নেওয়ার পর কয়েক রাত অসহ্য যন্ত্রনায় ছটফট করে। শুয়ে থাকলে মনে হয়ে বুকে পাথর চেপে বসছে, আবার উঠে বসলে শ্বাস নিতে পারে না। রক্তচাপ মাঝেমধ্যেই ৮০/৪০-এ এসে ঠেকে। খাওয়ার ইচ্ছা এবং স্বাদ চলে যায়। আধখানা ফুসফুস বাদ যাওয়াতে সবটাই বড় কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।

এত যন্ত্রণার পরও হান মানার পাত্রী নন ঐন্দ্রিলা। যন্ত্রণা সহ্য করেও বাঁচতে ভুলে যাননি এই অভিনেত্রী। শরীরে হালকা জোর ফিরতে শুরু করেছে। নিজের অসুস্থতাকে প্রতিবন্ধকতা না ভেবে মায়ের অনুরোধে প্রিয় গানের ছন্দে-তালে নাচলেন তিনি। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।

ক্যাপশনে লিখেছেন, 'ছোটবেলা থেকে নাচ আমার খুব প্রিয়। দিনরাত নাচের ক্লাসে পড়ে থাকতাম। তার জন্য খুব বকাও খেতাম। তারপর ধীরে ধীরে নাচ করাটা কমে যায় বয়স বাড়ার সাথে সাথে। অভিনয়ে আসার পর সিরিয়ালে কয়েকবার নাচ করতে হয়েছে, আর করতে হতো মায়ের আবদারে। অসুস্থ হওয়ার পর তো প্রশ্নই ওঠে না।'

তিনি আরও লিখেছেন, 'অপারেশনের পর যখন জ্ঞান ফিরলো ভেবেছিলাম আর হয়তো কোনোদিন নাচ করতে পারবোই না। কিন্তু আজ অপারেশনের ৫ মাস পরে আবারও মায়ের আবদারে প্রথমবার নাচ করলাম। যদিও পা এ গ্রিপ কম, তাই ভালো-খারাপ কি হয়েছে জানি না, তবে মনটা খুব ভালো লাগছে। মনে হলো, যেন আবার পুরোনো আমিকে খুঁজে পেলাম।'

২০১৫ সালে টেন্টস নামক বিরল ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। প্রায় দেড় বছরের লড়াই শেষে ক্যানসার জয় করেন তিনি। ১৬টি কেমোথেরাপি ও ৩৩টি রেডিয়েশনের পর সুস্থ হন এই অভিনেত্রী। কিন্তু চলতি বছরের শুরুর দিকে শুটিং সেটে অসুস্থ বোধ করায় বাড়ি ফিরে আসেন তিনি। এরপর গত ২১ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য দিল্লি যান ঐন্দ্রিলা। তারপর জানতে পারেন তার ফুসফুসে টিউমার। এদিকে শুটিংসহ নানা ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষটিকে আগলে রেখেছেন প্রেমিক সব্যসাচী।

টেলিভিশনে ‘ঝুমুর’-এর সঙ্গে ঐন্দ্রিলার ক্যারিয়ার শুরু। এরপর ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। সিরিয়ালের পাশাপাশি ‘শেষ থেকে শুরু’ সিনেমায় অভিনেতা জিতের বোনের ভূমিকায় দেখা যায় ঐন্দ্রিলাকে।