শিরোনাম
শুধু মডেলিং করেই নাটক-সিনেমার তারকাদের মতোই ভক্তদের আদর্শ হওয়া যায় তার প্রমাণ অনেক আগেই দিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল। এ প্রজন্মের মডেলদের কাছেও তিনি আইকন। বাংলাদেশের মডেলিং জগতে নোবেলের মতো কেউ শরীরের ফিটনেস ধরে রাখতে পারেননি। এখনও চিরতরুণ হয়ে আছেন তিনি। সূত্র: আরটিভি
শনিবার (৬ নভেম্বর) রাতে নোবেলের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান। সেই ছবিতে নোবেলের ফিটনেস দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ৫৩ বছর বয়সেও নিজের চেহারায় তারুণ্য ধরে রেখেছেন তিনি।
ছবিটির নেপথ্যের গল্প জানালেন তাহসান। তার ভাষ্য, 'নোবেল ভাই আমাকে বকা দেন। কারণ তিনি নিয়মিত জিম করেন। আমার মাঝে মাঝে মিস হয়ে যায়। এ জন্য কাল ( শনিবার) নোবেল ভাইয়া আমাকে বকা দিয়ে বললেন, ছবি তোলো। ছবি তুললাম। তারপর বললেন পোস্ট করো। বকা খেয়েই ছবিটা পোস্ট করলাম।'
এই দুই তারকার সখ্যতা বেশ ভালো। একই জিমে যান দুজন। তাহসান মাঝে মাঝে জিমে যাওয়া মিস করলেও নোবেল বেশ নিয়মিত। আর তাই তাহসানকে নিয়মিত জিমে যাওয়ার চাপ দেন নোবেল।
তাহসান গণমাধ্যমকে বলেন, 'মাঝেমধ্যে শুটিং থাকলে জিমে যাওয়া হয় না। এভাবে গ্যাপ হয়। অন্যদিকে নোবেল ভাই যত চাপই থাকুক, জিম মিস করবেন না। আসবেনই। আমাকেও তিনি তার মতো করতে চান। এ জন্যই বললেন, ছবি তুলে পোস্ট দাও এতে করে তোমার আগ্রহ বাড়বে, মানুষেরও আগ্রহ বাড়বে।'
প্রসঙ্গত, ১৯৯১ সালে ফ্যাশন শো-এর মাধ্যমে কর্মজীবন জীবন শুরু করেন নোবেল। ১৯৯৩ সালে এমজিএইচ গ্রুপের জাহাজ বিভাগে যোগ দেন। ১৯৯৬ সালের জুলাইয়ে কোটস বাংলাদেশ লিমিটিডের মার্কেটিং সার্ভিসের জেনারেল ম্যানেজার নিযুক্ত হন। ২০১০ সালে তিনি ওয়ারিদ টেলিকম লিমিটেডের (বর্তমানে এয়ারটেল) বিপণন বিভাগে হেড করপোরেট এবং এসএমই সেলস হিসেবে নিযুক্ত হন। বর্তমানে নোবেল রবির সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে ‘হেড অব এন্টারপ্রাইজ বিজনেস’ হিসেবে কর্মরত আছেন। পরিকল্পনা করে জীবনযাপন করা নোবেলের পছন্দ। প্রতিদিন ব্যায়াম, সুইমিং, জিম করেন। সঠিক সময় খাওয়া, অফিস করা ছাড়াও দৈনন্দিন জীবনে তার একটি রুটিন রয়েছে- সে রুটিন অনুযায়ী তিনি কাজ করেন।