চলে গেলেও বেঁচে আছেন হৃদয়ে

ফানাম নিউজ
  ০৬ নভেম্বর ২০২১, ১০:৫২

গত বছরের ২৭ নভেম্বর সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যজন আলী যাকের সবাইকে কাঁদিয়ে চলে যান ওপারে। বেঁচে থাকলে (৬ নভেম্বর) তার ৭৭তম জন্মদিন পালন হতো। তবে কিংবদন্তির যেমন মরণ নেই, যাকের পরিবারও চায় আলী যাকের জীবন্ত থাকুক নানামুখী কাজে। এজন্য তারা বেশ কিছু উদ্যোগও নিয়েছেন।

অভিনেতা আলী যাকের। অভিনয়ে যার শুরু হয়েছিল বিখ্যাত ‘কবর’ নাটক দিয়ে, মঞ্চে। যার ইতি ঘটলো গত বছর ২৭ নভেম্বর ভোরে, মৃত্যুর মধ্যদিয়ে। জন্মের ৭৬ বছরে পা রেখেই এই কিংবদন্তি ফিরে গেলেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। রেখে গেলেন তার অসংখ্য কর্ম ও সৃষ্টি।

তারও আগে ১৯৪৪ সালের এই দিনে (৬ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে জন্ম হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দসৈনিকের। মৃত্যুর পর এটাই এই ননিন্দতজনের প্রথম জন্মদিন। তাই যাকের পরিবার এবং সংগঠনিকভাবে এই দিনটি বিশেষ বার্তা বহন করছে। দিনটিকে ঘিরে দারুণ একটি খবর দিয়েছে মঙ্গলদীপ ফাউন্ডেশন। জানায়, আলী যাকেরের জীবনদর্শন ও সৃষ্টিশীল কর্মযজ্ঞ নিয়ে তারা শুরু করতে যাচ্ছে সংগ্রহালয় ‘বাতিঘর’। দিনটিতে (৬ নভেম্বর) উন্মোচন করা হবে ‘আলী যাকের’ নামে ওয়েবসাইট। সেইসাথে ঘোষণা করা হবে ‘আলী যাকের অনুদান প্রদান’ কার্যক্রম।

অভিনেতা আলী যাকের। অভিনয়ে যার শুরু হয়েছিল বিখ্যাত ‘কবর’ নাটক দিয়ে, মঞ্চে। যার ইতি ঘটে গত বছর ২৭ নভেম্বর ভোরে, মৃত্যুর মধ্যদিয়ে। জন্মের ৭৬ বছরে পা রেখেই এই কিংবদন্তি ফিরে গেলেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। রেখে গেলেন তার অসংখ্য কর্ম ও সৃষ্টি। তারও আগে ১৯৪৪ সালের এই দিনে (৬ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে জন্ম হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দসৈনিকের। মৃত্যুর পর এটাই এই ননিন্দতজনের প্রথম জন্মদিন। তাই যাকের পরিবার এবং সংগঠনিকভাবে এই দিনটি বিশেষ বার্তা বহন করছে।

দিনটিকে ঘিরে দারুণ একটি খবর দিয়েছে মঙ্গলদীপ ফাউন্ডেশন। জানায়, আলী যাকেরের জীবনদর্শন ও সৃষ্টিশীল কর্মযজ্ঞ নিয়ে তারা শুরু করতে যাচ্ছে সংগ্রহালয় ‘বাতিঘর’। দিনটিতে (৬ নভেম্বর) উন্মোচন করা হবে ‘আলী যাকের’ নামে ওয়েবসাইট। সেইসাথে ঘোষণা করা হবে ‘আলী যাকের অনুদান প্রদান’ কার্যক্রম।

শনিবার ‘বিরাজ সত্য সুন্দর’ শিরোনামে একটি অন্তর্জাল আয়োজন ডেকেছে মঙ্গলদীপ ফাউন্ডেশন। আলী যাকেরের ৭৭তম জন্মদিনে অনুদান প্রদান, সংগ্রহালয় ‘বাতিঘর’ এবং ‘ওয়েবসাইট’-এর উদ্বোধন করা হবে এতে। যাতে অংশ নেবেন আলী যাকেরের বন্ধুজন, সহযাত্রী, শুভাকাঙ্ক্ষী এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর পুরো আয়োজনটি হবে জুম সংযোগের মাধ্যমে। এমনটাই জানান আলী যাকেরের যোগ্য উত্তরসূরি ইরেশ যাকের।

আলী যাকেরের রয়েছে দীর্ঘ ও সমৃদ্ধ নাট্যজীবন। ১৯৭২ সালে আরণ্যক নাট্যদলের হয়ে মামুনুর রশীদের নির্দেশনায় মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটিতে প্রথম অভিনয় করেন এই অভিনেতা। যার প্রথম প্রদর্শনী হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। ১৯৭২ সালের জুন মাসের দিকে আতাউর রহমান ও জিয়া হায়দারের আহ্বানে নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দেন। ওই দলে তিনি আতাউর রহমানের নির্দেশনায় ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নাটকে অভিনয় করেন। এরপর ১৯৭৩ সালে নাগরিক নাট্যসম্প্রদায়ে তিনি প্রথম নির্দেশনা দেন বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ নাটকে, যা ছিল বাংলাদেশে প্রথম দর্শনীর বিনিময়ে নাট্য প্রদর্শনীর যাত্রা।

আলী যাকের এরপর টিভি নাটকে ব্যস্ত হন। পান অসীম জনপ্রিয়তা। বিশেষ করে হুমায়ূন আহমেদের বেশিরভাগ নাটকে তার চরিত্রগুলো জনপ্রিয়তা পেয়েছে আকাশছোঁয়া। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তবে মঞ্চের সঙ্গে তার সংযুক্তি ছিল আমৃত্যু। ছিলেন দারুণ সঞ্চালকও। সূত্রঃ আরটিভি