শিরোনাম
বলিউডে নায়ককেন্দ্রিক ছবিরই আধিপত্য বেশি। যা–ও নায়িকাকেন্দ্রিক দু-একটা ছবি হয়, সেগুলোতেও পুরুষ অভিনেতা হিসেবে প্রথম কাতারের নায়কদের দেখা যায় হাতেগোনা। কিন্তু এর উল্টোটা বেশ দেখা যায়। আমির খান, শাহরুখ খান কিংবা সালমান খানদের ছবিতে অনেক সময় গুরুত্বহীন চরিত্রও অবলীলায় করেন দীপিকা, মাধুরী, প্রিয়াঙ্কা চোপড়ারা। বিষয়টি যে চোখ এড়িয়ে যায় সবার, এমনটি নয়। মাঝেমধে৵ এ বিষয়ে কথা ওঠে। এবার যেমন মুখ খুললেন অভিনেত্রী তাপসী পান্নু।
একটি অনুষ্ঠানে সম্প্রতি এ বিষয়ে কথা বলতে গিয়ে ‘থাপ্পড়’খ্যাত অভিনেত্রী জানান, প্রথম কাতারের অভিনেতারা তাঁর সঙ্গে অভিনয় করতে স্বচ্ছন্দবোধ করেন না। শুধু বড় অভিনেতারাই নন, অনেক সময় নতুন অভিনেতারাও ছবিতে যুক্ত হওয়ার আগে দুইবার চিন্তা করেন।
তাপসী বলেন, একজন অভিনেতা তাঁর সঙ্গে ছবি করতে অপারগতা প্রকাশ করেন (যেখানে তাপসীর দ্বৈত চরিত্র ছিল)। ওই অভিনেতা বলেন, এক তাপসীকে সামলানোই কঠিন, আবার দুই তাপসী।
তাপসী আরও জানান, একজন অভিনেতা তাঁর সঙ্গে আগেও কাজ করেছেন, কিন্তু পরে আর তাঁর সঙ্গে কাজ করতে চাননি। ওই অভিনেতা বলেন, ‘আমি এই ছবিটা করতে চাই না। কারণ, দিন শেষে অভিনেত্রীর দিকেই মানুষের সহানুভূতি যাবে।’
তাপসী বলেন, ‘এটা ছিল ভালোবাসার গল্প। আমি তাঁকে বললাম, তাঁর মতো অভিনেতার কাছ থেকে আমি আরও বেশি আত্মবিশ্বাস আশা করি। তিনি আরও অনেক ছবিতে কাজ করেছেন এবং অনেক বড় তারকা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতিদিনই এ ব্যাপারগুলো সামলাতে হচ্ছে।’
তাপসী আরও বলেন, ‘প্রত্যেকবার আমার ছবির জন্য প্রযোজকের সঙ্গে একটি কিংবা দুটি ছবি করেছেন এমন সেরা পাঁচজন অভিনেতার তালিকা নিয়ে বসি। তাঁরাও এসব চরিত্রে অভিনয় করতে চান না। কারণ, পুরো ব্যবস্থাটা তাঁদের প্রশিক্ষণ দিয়েছে এমন সিনেমা না করতে, যেখানে তাঁদের কাজের সুযোগ মাত্র ১০ শতাংশ।’
তাপসী পান্নুকে সম্প্রতি ‘রাশমি রকেট’ ছবিতে দেখা গেছে। হাতে আছে বেশ কয়েকটি ছবি ‘সাবাশ মিঠু’, ‘লুপ লাপেটা’ ইত্যাদি।