অ্যাঞ্জেলিনা জোলির কাছে হারলেন ব্রাড পিট

ফানাম নিউজ
  ০৫ নভেম্বর ২০২১, ০১:১৮

হলিউড তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্রাড পিটের মধ্যে বিয়ে বিচ্ছেদের পর তাদের পাঁচ নাবালক সন্তান কার কাছে থাকবে সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। জোলি এবং পিট দু’জনেই দাবি করেছিলেন সন্তানদের নিজের কাছে রাখার। পরে আদালতের নির্দেশে তাদের কাছে রাখার অনুমতি পান জোলি। সেই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন ব্রাড পিট। আপিলেও তার পরাজয় হয়। 

অবশেষে সন্তানদের নিজের হেফাজতে রাখার জন্য আদালতের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছিলেন পিট। এবার তার সেই আবেদনও নাকচ করে দিয়েছেন ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্ট। তবে পিটের আইনজীবী বলছেন, তারা এখনই হতাশ নন। সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। 

যদিও রাজ্যের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সেই রায়কে চূড়ান্ত করে, যা বোঝায় যে দম্পতির পাঁচটি নাবালক সন্তান নিয়ে লড়াই, সেটা এখন শেষের পথে। এদিকে সন্তানদের নিজের কাছে রাখার অনুমতি পেয়ে জোলিও বেশ খুশি। তার মতে, সন্তানরা তার নজরদারিতে সুস্থ এবং স্বাভাবিক থাকবেন। যেটা অন্য কোথাও থাকলে সম্ভব হতো না। ক্যালিফোর্নিয়ার আদালতও বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। 

প্রসঙ্গত, ১২ বছর ধরে একসঙ্গে থাকা জোলি এবং পিট ২০১৬ সালে বিয়ে বিচ্ছেদের আবেদন করেন এবং ২০১৯ সালে বিচ্ছেদের রায় পান। কিন্তু এরপর থেকেই সন্তানের হেফাজত নিয়ে দু’জনের মধ্যে আইনি লড়াই চলছিল। প্রসঙ্গত জোলি এবং পিটের ছয়টি সন্তান রয়েছে। এর মধ্যে ২০ বছর বয়সি ম্যাডক্স ছাড়া বাকিরা এখনো ১৮ বছরের নিচে।