ভিসা পেলেই সিঙ্গাপুর উড়াল দিবেন ডিপজল

ফানাম নিউজ
  ১৭ অক্টোবর ২০২১, ১৮:০৪

চার বছর আগে হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করান ঢাকাই ছবির প্রতাপশালী অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। সে সময় তার হার্টে রিং পরান চিকিৎসকরা। সুস্থ হয়ে দেশে ফেরার পর এই হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।

তবে করোনা সংকটের কারণে গত দুই বছর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে পারেননি ডিপজল। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হওয়ায় সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। কিন্তু অজানা কারণে আটকে আছে তার ভিসা।

এ প্রসঙ্গে ডিপজল গণমাধ্যমকে বলেন, ‘ভিসার জন্য আবেদন করেছি। তবে ভিসা পেতে দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে, বুঝতে পারছি না। করোনা পরিস্থিতির কারণে এটা হওয়া অস্বাভাবিক কিছু না। করোনার দুই ডোজ টিকাও নিয়েছি। আশা করি, সিঙ্গাপুর অ্যাম্বাসি দ্রুতই আমাকে ভিসা দিয়ে সহযোগিতা করবেন।’

তিনি আরও বলেন, ‘আমি সিঙ্গাপুরেই চেকআপ করাতে চাই। সেখানকার চিকিৎসা প্রক্রিয়া আমার ভালো লেগেছে। তারা খুব ভালো চিকিৎসা করেছেন। এখন আমার জরুরি চেকআপ করা প্রয়োজন।’