যে নারীর গান সবচেয়ে বেশি শুনেছে ব্রিটিশরা

ফানাম নিউজ
  ১৫ অক্টোবর ২০২১, ১২:২৮
আপডেট  : ১৫ অক্টোবর ২০২১, ১২:৩৩

একুশ শতকে ব্রিটিশরা কোন নারীর গান সবচেয়ে বেশি শুনেছে জানেন? পিংক। যুক্তরাজ্যের রেডিও–টেলিভিশনগুলোর তাঁর গান ছাড়া চলেই না! এমনকি যে অ্যাডেলে, বিয়ন্সে, রিয়ানা, লেডি গাগা আর কেটি পেরিদের নিয়ে এত এত আলোচনা, তাঁদেরও পেছনে ফেলে দিয়েছেন পিংক। রেডিও ও টিভি চ্যানেলগুলোতে প্রচারিত গানবাজনার তথ্য–উপাত্ত বিশ্লেষণ করে এই নামটি বের করেছে মিউজিক লাইসেন্সিং প্রতিষ্ঠান পিপিএল। 

২০০০ সাল থেকে রেডিও উপযোগী গান করতে করতে নিজেকে এ উচ্চতায় তুলে এনেছেন ৪২ বছর বয়সী মার্কিন কণ্ঠশিল্পী ও গীতিকার পিংক। তাঁর আসল নাম এলিসিয়া মুর। তাঁর প্রথম অ্যালবাম ‘কান্ট টেক মি হোম’ প্রকাশিত হয় নতুন শতকের একেবারে শুরুতে। ‘মোস্ট গার্ল’, ‘ইউ মেক মি সিক’, ‘দেয়ার ইউ গো’ গানগুলো পায় জনপ্রিয়তা। প্রকাশের পর থেকে তাঁর গাওয়া ‘জাস্ট গিভ মি আ রিজন’, ‘ট্রাই’, ‘হোয়াট অ্যাবাউট আস’, ‘সবার অ্যান্ড ওয়াক মি হোম’ গানগুলো অনবরত বাজত রেডিওতে।

‘ট্রু ব্লু’, ‘রে অব লাইট অ্যান্ড মিউজিক’ গানগুলোর দৌলতে তালিকার ২ নম্বরে আছেন ম্যাডোনা। তৃতীয় অবস্থানে আছেন কেটি পেরি, যার তৃতীয় রেকর্ড ‘টিনেজ ড্রিম’ ২০১০ সালের অন্যতম জনপ্রিয় অ্যালবাম। ৪ ও ৫ নম্বরে আছেন রিয়ানা আর লেডি গাগা। ৬ নম্বরে আছেন অ্যাডেলে, ৯ নম্বরে মেয়েদের দল লিটল মিক্স। অ্যাডেলের দ্বিতীয় অ্যালবাম ‘টুয়েন্টি ওয়ান’ এ সময়ের সবচেয়ে সফল অ্যালবাম। বিক্রি হয়েছিল ৫০ লাখের বেশি কপি। এ অ্যালবামের কারণে সে বছর গ্র্যামি জিতেছিলেন এই শিল্পী। অনেক দিন পর একটি একক গান ‘ইজি অন মি’ দিয়ে আবারও গানে ফিরছেন অ্যাডেলে। যে তালিকার কথা বলা হচ্ছে, সেখানে প্রবেশের জন্য অ্যাডেলের ঝুলিতে ছিল মাত্র ৩টি অ্যালবাম। অন্যদিকে পিংকের ছিল ৮টি, আর সেসবের বেশির ভাগ গানই রেডিও উপযোগী।

১৬ অক্টোবর ন্যাশনাল অ্যালবাম ডে সামনে রেখে শতকের সেরা নারী শিল্পীদের এই তালিকাটা প্রকাশ করেছে পিপিএল। সেই তালিকার ৮ নম্বরে থাকা শিল্পী কাইলি মিনোগ বলেন, ‘এ রকম একটি প্রতিষ্ঠানের করা তালিকায় একুশ শতকের যুক্তরাজ্যের অন্যতম সেরা নারী শিল্পী হতে পারা অনেক সম্মানের ব্যাপার। বিষয়টি জেনে খুব আনন্দ লাগছে যে আমার গান এখনো বহু মানুষকে আনন্দ দিয়েছে।’ 

পিপিএলের প্রধান নির্বাহী পিটার লেথেম বলেন, ‘আমাদের এই তালিকায় একই সঙ্গে উঠে এসেছেন অসাধারণ সব মেধাবী শিল্পী, যাঁরা যুক্তরাজ্যের প্রিয় শিল্পী, বড় শিল্পী এবং প্রভাবশালী শিল্পী।’

১. পিংক ২. ম্যাডোনা ৩. কেটি পেরি ৪. রিয়ানা ৫. লেডি গাগা ৬. অ্যাডেলে ৭. বিয়ন্সে ৮. কাইলি মিনোগ ৯. লিটল মিক্স ১০. হুইটনি হিউস্টন ১১. টেলর সুইফট ১২. সুগাবেবস ১৩. কেলি ক্লার্কসন ১৪. ডুয়া লিপা ১৫. এলি গোল্ডিং ১৬. ক্রিস্টিনা অ্যাগুইলেরা ১৭. ডায়ানা রস ১৮. জেস গ্লেন ১৯. রিটা অরা ২০. আরিয়ানা গ্র্যান্ডে। সূত্র: প্রথম আলো