শিরোনাম
আলোচিত ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় কারাগারে দিন কাটাচ্ছেন ‘কনম্যান’ খ্যাত সুকেশ চন্দ্রশেখর। এ মামলার সঙ্গেই নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। এরপর থেকেই অভিনেত্রীর শান্তির ঘুম নষ্ট হয়ে গিয়েছিল। কাজ থেকে শুরু করে ব্যক্তি জীবনেও পড়তে হয়েছে বিভিন্ন সমস্যায়।
এ ঘটনার দুবছর পেরিয়ে গেলেও আদালতের চক্কর কাটতে হচ্ছে অভিনেত্রীর। এমনকি তার বিদেশ যাত্রায়ও ছিল নিষেধাজ্ঞা। কোনো কাজে দেশের বাইরে যেতে হলেও তাকে আগে থেকে নিতে হতো আদালতের অনুমতি। তবে এবার সেই ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন অভিনেত্রী।
জানা গেছে, ২০২২ সালের ১৫ নভেম্বর বিচারক শৈলেন্দ্র মালিক জ্যাকুলিনের জামিন মঞ্জুর করেন। তখন আদালতের নির্দেশ ছিল, বিদেশে যাওয়ার আগে জ্যাকুলিনকে বিশেষ অনুমতি নিতে হবে। তখন অভিনেত্রীর পক্ষ থেকে জানানো হয়েছিল, জামিনের শর্ত অনুযায়ী বিদেশযাত্রার অনুমতির জন্য তার আর্থিক ক্ষতি হচ্ছে। একের পর এক কাজ হাতছাড়া হচ্ছে।
এরপরই মামলার শেষ শুনানিতে বিচারক শৈলেন্দ্র মালিক বলেন, ‘এই পরিস্থিতিতে আগাম অনুমতি নেওয়া অনেক সময় সাপেক্ষ এবং তার ফলে কাজও হাতছাড়া হতে পারে।’
২০০৯ সাল থেকে কাজের সুবাধে ভারতে রয়েছেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত এ অভিনেত্রী। সে প্রসঙ্গে টেনে আদালত বলেন, অভিনেত্রী ভারতীয় আইন অনুসারে সরকারকে কর প্রদান করেন এবং এখন পর্যন্ত জামিনের কোনো অপব্যহার করেননি। তাই পেশাগত দায়বদ্ধতার কথা চিন্তা করেই অভিনেত্রীকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়েছে। তাই এতে কিছুটা স্বস্তিতে রয়েছেন জ্যাকুলিন।
তবে শুনানিতে আরও বলা হয়েছে, বিদেশ যাত্রার অন্তত তিনদিন আগে জ্যাকুলিনকে আদালত এবং ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-র কাছে তা জানাতে হবে।