শিরোনাম
বয়স তার উনিষ। ভারতের সেরা সুন্দরীর মুকুট উঠল তার মাথায়। তিনি রাজস্থানের মেয়ে নন্দিনী গুপ্ত। শনিবার ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩ এর খেতাব জয় করেন তিনি।
নন্দিনী বিজনেস ম্যানেজমেন্টের ছাত্রী। গ্রাজুয়েশেন নিয়েছেন। এক সাক্ষাৎকারে নন্দিনী বলেন, তিনি দু'জন মানুষের কাছ থেকে জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা পেয়েছেন। তারা হরেন, ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা ও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।
নন্দিনী বলেন, 'আমার জীবনে দুইজনের প্রভাব অনেক বেশি। তাদের একজন হলেন রতন টাটা, যিনি মানুষের জন্য সব কিছু করতে পারেন। নিজের সবটা উজাড় করে দান করেন তিন। তার ভক্ত ও গুণমুগ্ধের সংখ্যাও অনেক।'
আর প্রিয়াঙ্কা চোপড়ার বিষয়ে নন্দিনী বলেন, 'সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া হলেন আমার জীবনের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি। তিনি জাতীয় স্তরে এই খেতাব খুব অল্প বয়সে জিতেছিলেন। পরে আন্তর্জাতিক পর্যায়ে দেশকে গর্বিত করেন। অভিনয় দিয়ে তিনি দর্শকদের মন জয় করেছেন। বহু মানুষকে অনুপ্রেরণা জোগান প্রিয়াঙ্কা।'
নন্দিনী আরও বলেন, 'যখন ১০ বছর তখন থেকে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ভাবতাম। বড় হয়ে বুঝলাম, কেবল মুকুট নয়, এই সফরটা আরও অনেক কিছু দেয়, অনেক কিছু শেখায়।'
আগামী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করবেন নন্দিনী গুপ্ত।