শিরোনাম
২০১০ সালে তনুশ্রী ‘বন্ধু এসো তুমি’ নামে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক ছবিতেই দেখা গেছে তাকে। বেড়েছে তার জনপ্রিয়তা। টালিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে ডাক পড়েছে তার।
তবে বেশ কয়েক দিন ধরেই অসুস্থ তিনি। বাসায় থেকে চিকিৎসা নিয়েও সুস্থ না হওয়ায় শেষমেষ ভর্তি হতে হয় হাসপাতালে।
চিকিৎসকরা জানিয়েছেন, তনুশ্রী চক্রবর্তীর কিডনিতে সংক্রমণ ধরা পড়েছে। পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে।
জানা যায়, ১৭ সেপ্টেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তনুশ্রীকে। অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর উদ্বিগ্ন অনুরাগীরা। বর্তমানে কিছুটা সুস্থ থাকলেও এখনও পুরোপুরি উঠে বসতে পারছেন না তিনি। যদিও নিজের অসুস্থতা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি এ অভিনেত্রী। এমনকি তার ফেসবুক বা ইনস্টাগ্রামেও এ বিষয়ে কোনো আপডেট দেখা যায়নি।
প্রসঙ্গত, তনুশ্রীর হাতে এখন একাধিক কাজ। অঞ্জন দত্তের সঙ্গে ছবি করছেন তনুশ্রী। গুঞ্জন, টলিউডের গণ্ডি পেরিয়ে এবার বলিউডেও পা রাখবেন তিনি। কাজ করবেন সানি দেওলের সঙ্গে। তবে এ বিষয়ে এখনও কিছু নিশ্চিত করে বলেননি এ অভিনেত্রী। সম্প্রতি দেব এবং জিতের প্রযোজনায় যথাক্রমে ‘টনিক’ এবং ‘রাবণ’ অভিনয় করেছেন তিনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস