শিরোনাম
সব জল্পনা মিথ্যা প্রমাণ করে বক্স অফিসে সারা ফেলেছে ব্রহ্মাস্ত্র। রণবীর-আলিয়া অভিনীত ছবিটি মুক্তির প্রথম দিনেই ৩৫ কোটি রুপি আয় করেছে। প্রথম জুটিবদ্ধ হয়ে সিনেমাটি দিয়ে সবাইকে চকমে দিলেন এই দম্পতি।
মোট ৫টি ভাষায় মুক্তি পেয়েছে ব্রহ্মাস্ত্র। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া ও মালয়ালাম।
ছবিটি মুক্তির আগে বেশ শঙ্কা ছিল সফল হওয়া নিয়ে। যেই শঙ্কা সত্যি প্রমাণিত হয়েছিল গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। শেষ পর্যেন্ত সেই গুঞ্জন মিথ্যা প্রমাণ হলো।
শুক্রবার মুক্তির দিনে সিনেমাটি আয় করেছে ৩৫-৩৬ কোটি। ধারণা করা হচ্ছে শনি-রোববারে ব্যবসার অঙ্ক আরও বাড়বে।
রণবীরের সঞ্জুর রেকর্ডও ছাপিয়ে গেছে এই সিনেমাখানা। যা ২০১৮ সালে মুক্তির দিনে আয় করেছিল ৩৪.৭৫ কোটি।
বহ্মাস্ত্র সিনেমার অ্যাডভান্স বুকিংই বক্স অফিসে ছাপ ফেলতে সাহায্য করেছে। শুক্র-শনি-রবি মিলিয়ে ৬০ কোটিরও বেশি বুকিং হয়ে গিয়েছিল।
ছুটির দিন ছাড়া মুক্তি পেয়ে সবচেয়ে বেশি আয় করেছিল এসএস রাজামৌলির ‘বাহুবলি ২’। আয় ছিল ৪১ কোটি। এই সিনেমা তেলেগু আর তামিলে তৈরি হয়েছিল আর হিন্দিতে ডাবিং হয়েছিল।
চলচ্চিত্র সমালোচকরা বলছেন, রণবীর-আলিয়ার রোম্যান্স এই ছবির অন্যতম ইউএসপি। ছবির দ্বিতীয়ার্ধ অনেক বেশি টানটান। সেখানে ব্রহ্মাস্ত্র নিয়ে অনেক জটিল ধাঁধার জট খুলবে।