শিরোনাম
পৃথিবী ভ্রমণ শেষ করেছেন কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। আজ (৪ সেপ্টেম্বর) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
অসংখ্য কালজয়ী গানের এই স্রষ্টার মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার মেয়ে দিঠি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত মেয়ের ফেরার অপেক্ষায় পুরো গাজী পরিবার।
এ প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ারের ভাগ্নে অভিনেতা ও সঞ্চালক শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘আমরা সবাই দিঠির জন্য অপেক্ষা করছি। আশা করছি, সন্ধ্যা বা রাতের মধ্যেই সে ঢাকায় নামতে পারবে। ও (দিঠি) আসার পরই বাকি সিদ্ধান্তগুলো চূড়ান্ত হবে।’
প্রসঙ্গত, রোববার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে নিজ বাসার বাথরুমে জ্ঞান হারান গাজী মাজহারুল আনোয়ার। হাসপাতালে নেওয়ার পথে সকাল ৭টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের ধারণা, তিনি স্ট্রোক করেছিলেন।