শিরোনাম
২০০ কোটি রুপির অর্থ কেলেঙ্কারি মামলায় নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। এরই মধ্যে বেশ কয়েকবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন তিনি।। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে এমন বিপাকে পড়েছেন জ্যাকুলিন।
এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, ইডির কর্মকর্তাদের সন্দেহ, সুকেশের আর্থিক কেলেঙ্কারির বিষয়ে জ্যাকুলিন জানতেন ও নিজেও ভোগ করেছেন। তাই আবারও ২৬ সেপ্টেম্বর তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি আদালত।
তবে জ্যাকুলিনের দাবি, তিনি সুকেশের অপরাধ কর্মকাণ্ডের বিষয়ে কিছু জানতেন না। কিন্ত ইডির ধারণা অভিনেত্রী মিথ্যা বয়ান দিচ্ছেন।
প্রতিবেদনে আরও জানা যায়, এর আগে জিজ্ঞাসাবাদে জ্যাকুলিন ইডিকে জানান, তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা সাত কোটি দুই লাখ রুপি বৈধ। তার যেসব সম্পত্তি আছে, সবই বৈধ আয়ের মাধ্যমে অর্জিত। সুকেশের সঙ্গে সম্পর্কের আগে থেকেই তার এসব সম্পত্তি ছিল। সুকেশের থেকে যা পেয়েছিলেন, তা সবই উপহার ছিল।
এরই মধ্যে গণমাধ্যমে জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাতিল জানিয়েছেন, জ্যাকুলিনের যেসব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তা সবই বৈধ আয়ের। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।