ক্ষেপেছেন অরুণা বিশ্বাস, যা বললেন চিত্রনায়ক সাইমন

ফানাম নিউজ
  ২১ আগস্ট ২০২২, ০৮:২৮

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) থেকে ব্যাগ চুরি হওয়ার পর দুই দিন অতিবাহিত হলেও এফডিসির কোনো সংগঠনের নেতারা তার খোঁজখবর নেননি বলে অভিযোগ করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। 

এ নিয়ে তার নিজের সংগঠন শিল্পী সমিতিসহ এফডিসির বিভিন্ন সংগঠনের নেতাদের উপর চরম ক্ষুব্ধ অরুণা। 

এ ব্যাপারে এ অভিনেত্রী বলেন, ‘দুই দিন গেল, বড় বড় নেতারা কেউ একবারও খোঁজ নিলেন না। আমার সংগঠন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাইসহ অনেকেই ছিলেন, তারাও খোঁজ নেননি। জিনিসগুলো উদ্ধার হোক বা না হোক, একবার ফোন দিলেও তো বুঝতে পারতাম আমার সংগঠন আমার পাশে আছে। অন্য সমিতির নেতারাও খোঁজ নেননি।’

উল্লেখ্য, এফডিসির ৭ নম্বর ফ্লোরে তথ্য মন্ত্রণালয় ও এফডিসির যৌথ আয়োজনে অনুষ্ঠানে ব্যাগ হারান অরুণা বিশ্বাস।  ব্যাগে একটি আইফোন একটি স্যামসাং কোম্পানির মোবাইল ফোন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পরিচয়পত্র ও বাসার চাবিসহ বিভিন্ন জিনিসপত্র ছিল। 

কোথাও ব্যাগটি খুঁজে না পেয়ে রাজধানীর শিল্পাঞ্চল থানায় জিডি করেন অভিনেত্রী।

এদিকে অরুণা বিশ্বাসের ক্ষোভের বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের সহসাধারণ সম্পাদক সাইমন। তবে ব্যাগ হারানোর বিষয়টি অরুণা বিশ্বাস তাদের জানায়নি, বললেন সাইমন। 

তিনি বলেন,  ‘অনুষ্ঠানে আমি নিজেও ছিলাম। গতকাল যখন অরুণাদিদির ব্যাগ হারায়, তখন পাশেই ছিলাম আমি। কিন্তু দিদি একবারও আমাদের ব্যাপারটা নিয়ে কিছু বলেননি।’

তবে সহশিল্পী হিসেবে নিজ থেকেই খোঁজখবর নেওয়া উচিত ছিল বলে স্বীকার করেছেন এ নায়ক।  তিনি বলেন,  ‘হ্যাঁ, এটা ঠিক, ফোন না দেওয়াটা একটা অসুন্দর কাজ হয়েছে, অন্যায় হয়েছে। আমাদের উচিত ছিল নিজ থেকেই তার সঙ্গে যোগাযোগ করা, হারানো জিনিসগুলো উদ্ধারের ব্যাপারে সহযোগিতা করা।’