শিরোনাম
মুক্তির অপেক্ষায় রয়েছে সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’। সিনেমাটি মুক্তি সামনে রেখে প্রযোজক-নায়ক-নায়িকার পাল্টাপাল্টি অভিযোগ বেশ সরব। এ নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে।
‘আশীর্বাদ’ সিনেমার সহপ্রযোজক তাহেরা জেনিফার ফেরদৌসের উদ্দেশ্যে নায়ক রোশান বলেন, ‘সস্তা ওয়েতে পাবলিক এটেনশন পেতে আপনি যে এত পাগলামি করছেন, মানুষতো আপনাকে খারাপ ভাবে নিচ্ছে বোন। এইসব এটেনশন দিয়ে কিছু হয়না কারও। অন্য কিছু চেষ্টা করুন।’
তিনি আরও বলেন, ‘একটা মানুষ কতোটা উন্মাদ হলে নিজের প্রচারের জন্য এমন করতে পারে! আমার আড়াইটা ছবি রিলিজ হয়েছে বললেন মানলাম। আপনারতো একটাও হয়নি। ও আল্লাহ আমাকে ধৈর্য দাও।’
রোশানের ভাষ্য, ‘দেখুন ছবিটাতো আমি করেছিলাম এম.ডি ইকবাল ভাইয়ের জন্য। সরকারি অনুদানের ছবি সেটাও একটা কারণ। ভেবেছিলাম তার মতো ভালো ছবি বানাবেন। ইন্ডাস্ট্রিটাকে আগে বুঝেন। কার সম্পর্কে কিভাবে মন্তব্য করতে হয়, সেটা বুঝেন। আপনার এখনও ছবি রিলিজ হয়নি, আগে মন দিয়ে সেটা রিলিজ করেন। নিজের সিনেমাটাকে অন্তত ভালোবাসেন। সিনেমার ক্ষতি করবেন না প্লিজ। নেক্সট প্রোগ্রামগুলোও না হয় একাই কইরেন, যেন শুধুমাত্র আপনাকে ভিডিওতে দেখা যায়। তবুও সিনেমার ক্ষতি করবেন না।’
নায়ক বলেন, ‘আমি ডিরেক্টরকে ডিরেকশন দেই না বোন। আপনার অপ্রয়োজনীয় ডিরেকশনের জন্য শ্রদ্ধেয় পরিচালকই শুটিং অফ রেখেছিলেন। আপনার পরিচালক আমাকে অনেক ভালবাসেন। শুভ কামনা। আশীর্বাদের পাশে আছি, থাকবো।’