শিরোনাম
গুণী নির্মাতা চয়নিকা চৌধুরীকে ‘মা’ বলেই সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমণি। চয়নিকাও তাকে মায়ের আদরেই ভরিয়ে রাখেন। আর তাই পরী মা হওয়ায় নানি হলেন চয়নিকা। তাই তো নাতিকে দেখতে রাতেই হসপিটালে ছুটে গিয়েছিলেন এই নির্মাতা। কিন্তু হসপিটালের রেস্ট্রিকটেডের জন্য রাজ্যকে কাছ থেকে দেখতে পারেননি, দূর থেকেই দেখেছেন।
গত রাত সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে চয়নিকা চৌধুরী গণমাধ্যমে জানান, ‘রাজ-পরীর সন্তানকে দেখতে এসেছি। দূর থেকেই দেখলাম, কাছ থেকে দেখতে পারিনি। আমাকেও নিষেধ করা হয়েছে, যেহেতু নিয়ম। খুবই রেস্ট্রিকটেড এবং দর্শনার্থী প্রবেশ নিষেধ।’
নবজাতকের জন্য প্রার্থনার আহ্বান জানিয়ে নির্মাতা বলেন, ‘পরীকে অনেক ভালোবাসি। সে আমার সন্তানের মতো। এ ভালো লাগা বলে বোঝানো যাবে না। সবাই পরীর সন্তানের জন্য প্রার্থনা করবেন।’
রাজ্যকে দূর থেকে দেখে সাধ মেটেনি চয়নিকার। তিনি নবজাতককে কোলে নেওয়ার অপেক্ষায় আছেন। তবে এ জন্য তাকে ৭ থেকে ৯ দিন অপেক্ষা করতে হবে।
চয়নিকা বলেন, ‘নবজাতক কিছু নিয়মের মধ্যে আছে। যেহেতু ছোট বাচ্চা, সব নিয়ম মেনেই কোলে নেব। তার জন্য অপেক্ষা করব।’
গত ৩১ জুলাই পরীকে দেখতে তার বাসায় গিয়েছিলেন চয়নিকা চৌধুরী। এ সময় পরীর জন্য নানান পদের খাবার রান্না করে নিয়ে যান। পরম আদরে নিজ হাতে পরীর প্লেটে খাবার তুলে দেন তিনি।
মায়ের এমন ভালোবাসা পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন পরী। ফেসবুকে ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘তোমাকে নিয়ে কিছু লেখাটা আমার জন্য আসলেই কঠিন হয়ে যায় সবসময়। কি যে লিখতে চাই, সেসব ঠিক লিখতেই পারি না কখনও। আমার এই মা হওয়ার জার্নিতে শুরু থেকেই তো তুমি ছিলে। কত যত্ন করেছ সবসময়! এসবের কৃতজ্ঞতা কি আর এমনি এমনিই বলা হয়ে যায়... বলো। মায়েরা এমনি তাই না! আমিও তোমার মতো একজন প্রাউড মাদার হব, দেখো। মন ভরে দোয়া দিও এভাবেই।’
পরী আরও লিখেছেন, ‘তার (চয়নিকা চৌধুরী) এত ব্যস্ততার মাঝেও আমার জন্য এসব করতে ভোলেননি। মা শোনো, আই লাভ ইউ অনেক অনেক... অনেক।’
প্রসঙ্গত, বুধবার (১০ আগস্ট) বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সন্তানের জন্ম দেন পরীমণি। তার আগে বিকেল চারটায় হাসপাতালে ভর্তি হন নায়িকা। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ছেলেকে প্রকাশ্যে আনেন তিনি। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।