অনন্ত-বর্ষাকে পরীমণির জবাব: আমি রাজকে নিয়ে ‘দিন- দ্য ডে’ দেখবো

ফানাম নিউজ
  ১৫ জুলাই ২০২২, ১৬:৩০

ঈদ উৎসবে মুক্তি পাওয়া তিন ছবি দিয়ে প্রেক্ষাগৃহে আবারও দর্শক ফিরছে। আপাতত এটাই বড় আনন্দ ঢালিউড পরিবারে। যদিও এরমধ্যে ভালোই জল ঘোলা হচ্ছে অনন্ত-বর্ষার নেতিবাচক বেশ কিছু মন্তব্য আর সোশাল অ্যাকটিভিটি নিয়ে।

ঈদে অনন্ত-বর্ষার ‘দিন- দ্য ডে’ সর্বাধিক হলে মুক্তি পেয়েও সপ্তাহ শেষে প্রশংসা ধ্বনি বেশি মিলছে পরীপতি রাজের সিনেমা ‘পরাণ’ থেকে। সম্ভবত এটাই কাল হলো। শুরু হলো অনন্ত-বর্ষার তরফে ক্রমাগত অসহিষ্ণু প্রচারণা। বিপরীতে বেজায় উচ্ছ্বসিত মাতৃত্বকালীন ছুটিতে ঘরবন্দি পরী। ঘরে বসেই তিনি যেন ছটফট করছেন রাজের ‘পরাণ’ নিয়ে। রোজই ছবিটি ও স্বামীকে ঘিরে মজার মজার পোস্ট করছেন এই নায়িকা। বলছেন, ‘‘১০ দিন দেরি করে ইনি আমাকে ডক্টর চেকআপে নিয়ে গেলেন আজ! কী করা উচিত? যাও ‘পরাণ’-এর বাজিমাতের জন্যে মাফ করে দিলাম।’’ এটাও লিখলেন, ‘আমার পরাণটা, দিলা তো সব কাঁপায়ে।’ আবার বিপরীতে রাজের কাছ থেকেও সোশাল হ্যান্ডেলে মিলছে স্ত্রীকে ঘিরে দারুণ সব প্রতি-উত্তর, ‘‘তোমাকে নিয়ে ‘পরাণ’ দেখবো বলেছিলাম প্রথম সপ্তাহে, নিজেই টিকিট পাচ্ছি না মাই ডিয়ার ওয়াইফ। সো নেক্সট উইক।’’

স্বামী-স্ত্রীর এমন খুনসুটির মাঝে ‘পরাণ’-এর সরাসরি অংশীদার না হয়েও পরীমণিকে কেন্দ্র করে রীতিমতো শব্দবোমা ছেড়েছেন অনন্ত-পত্নী বর্ষা। যা রীতিমতো ঢালিউডের ‘নিকৃষ্টতম’ মিডিয়া বুলিং বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা। বর্ষা বলেছেন, ‘মদ নিয়ে ধরা পড়ে, শাড়িটাও স্পন্সরে- আমি সেই গ্রেডের নায়িকা না।’

তবে এমন মন্তব্যের বিপরীতে টুঁ-শব্দটিও মেলেনি ‘পরাণ’ টিম কিংবা রাজ-পরী দম্পতির পক্ষ থেকে। উল্টো অনন্ত জলিলের ভেরিফায়েড পেজ থেকে একটি খবরের স্ক্রিনশট তুলে ধরে পরী জানালেন নান্দনিক প্রতিক্রিয়া। বললেন, ‘‘আপনার থেকে এরকম ইমম্যাচিউর আচরণ আশা করা যায় না ভাইয়া! আমরা তো বড়দের কাছ থেকে শিখতে চাই। যাহোক, আমি রাজকে নিয়ে ‘দিন- দ্যা ডে’ দেখবো নিশ্চয়ই। শুভ কামনা বর্ষা আপু, অনন্ত জলিল ভাইয়া।’’

পোস্টের শুরুতে অবশ্য ‘লেইম’ শব্দটি উল্লেখ করেছেন পরী। আর শেয়ার করা স্ক্রিনশটের খবরটি ছিল এমন, ‘হলে পরাণের দর্শক নাই, সবই সোশাল মিডিয়ার ফাঁকা আওয়াজ’।

এদিকে একই প্রতিক্রিয়ায় ‘পরাণ’ নির্মাতা রায়হান রাফীও ছেড়ে কথা বলেনননি অনন্ত জলিলকে। বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনা ব্লকবাস্টার সিনেমাসের হাউজফুল শো’র ভিডিও প্রকাশ করে তিনি বলেন, ‘‘শ্রদ্ধেয় বড় ভাই, ছোট ভাইয়ের সিনেমার সাফল্যে এত জেলাসি ফিল করলে তো ‘চাপ দ্য প্রেসার’ বাড়বে। কুল ব্রো!! ভুয়া নিউজ শেয়ার না করে, আসেন ‘পরাণ’ দেখে পরাণটা ঠান্ডা করে যান।’’

এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এরমধ্যে প্রথম সপ্তাহে ১০৯টি প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’, ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ এবং রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ মুক্তি পেয়েছে ১১টি প্রেক্ষাগৃহে। এরমধ্যে সরেজমিন ঈদের পঞ্চম দিনে এসে দর্শক সাড়ায় ‘পরাণ’ এগিয়ে অন্য দুটি ছবি থেকে।