‘আরআরআর’ ছবিকে সমকামী প্রেমের গল্প বললেন অস্কার বিজয়ী

ফানাম নিউজ
  ০৬ জুলাই ২০২২, ০৮:০৬

অস্কার বিজয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি। সম্প্রতি তিনি এক মন্তব্য করেন হইচই ফেলে দিয়েছেন। তার মন্তব্যটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যেটা নিয়ে ঝড় বয়ে যাচ্ছে সিনেমা জগতে। তিনি টুইটারে 'আরআরআর' সিনেমাকে 'সমকামী প্রেমের' গল্প বলেছেন।

আরও বলেছেন আলিয়া ভাট 'শুধু একটি প্রপ' ছিলেন এ সিনেমায়।

সিনেমাটি ঔপনিবেশিক আমলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা দুই বন্ধুকে কেন্দ্র করে। সিনেমাটি বিশ্বব্যাপী সাফল্য পেয়েছে। বক্স অফিসে আয় করেছে ১২০০ কোটি রুপি!

সেই ছবি নিয়ে অস্কার বিজয়ীর মন্তব্যে তোলপাড় চলছে। তিনি ‘আরআরআর’প্রেমীদের রোষানলে পড়েছেন।

জুনিয়র এনটিআর ও রামচরণের ভক্তরা খুব বিরক্ত রেসুলের মন্তব্যে। তারা কড়া ভাষায় রেসুলের পোস্টে জবাব দিয়েছেন। বাধ্য হয়ে সেই পোস্ট সরিয়ে নেন রেসুল। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমি শুধু সিনেমাটি নিয়ে মতামত শেয়ার করেছি, আর কিছুই নয়।’

রেসুল পুকুট্টি 'ব্ল্যাক', 'সাওয়ারিয়া', 'এনথিরান', 'রা'সহ বেশ কয়েকটি ভারতীয় সিনেমায় অবদান রেখেছেন। তার মধ্যে একটি 'পুষ্পা: দ্য রাইজ' এবং 'রাধে শ্যাম' উল্লেখযোগ্য।

‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমায় কাজ করে তিনি ২০০৯ সালে শ্রেষ্ঠ সাউন্ড মিক্সিংয়ের জন্য একাডেমি পুরস্কার জিতেছিলেন।