শিরোনাম
পদ্মা সেতু উদ্বোধন দেখার অনুভূতি ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন মেহের আফরোজ শাওন। শনিবার জাতির বিশেষ এ দিনে জনপ্রিয় অভিনেত্রী-নির্মাতাও হাজির হয়েছেন পদ্মা পাড়ে।
শাওন বলেন, ‘আমার প্রজন্ম পদ্মা সেতুর উদ্বোধনী সচক্ষে দেখতে পাচ্ছে, যারা সামনাসামনি দেখছি, যারা টেলিভিশনে দেখছি. বিশ্বের যেকোনো জায়গা থেকে আমরা যে দেখতে পারছি এটা অসাধারণ অনুভূতি।’
তিনি আরও বলেন, ‘জাতিগতভাবে আমরা যে হার মেনে না নেওয়া জাতি, আমরা যে আমাদের অধিকার আদায় করতে পারি, কেউ চাইলে আমাদের অধিকার খর্ব করতে পারে না; মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে আমরা সেটা আরেকবার প্রমাণ করতে পারলাম এবং অবশ্য এটা অসাধারণ মুহূর্ত আমাদের সবার জন্য।’
সকাল ১০টা ৫ মিনিটে ‘মাথা নোয়াবার নয়’ থিম সং পরিবেশনের মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সকাল ৯ টা ৫৫ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়ায় সমাবেশস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০টা ৫০ মিনিটে শুরু করেন উদ্বোধনী বক্তব্য।
মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর মূল উদ্বোধনী অনুষ্ঠান যেখানে হবে, ইতোমধ্যে সেই সুধী সমাবেশ স্থলে আছেন সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং আমন্ত্রিত অতিথিরা। প্রায় সাড়ে তিন হাজার অতিথিকে মাওয়া প্রান্তে সুধী সমাবেশের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর নির্মান কাজে ৩৭ এবং ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর অংশ দৃশ্যমান হয়। পরে একের পর এক ৪২টি পিলারের ওপর বসানো হয় ৪১টি স্প্যান। ২০২০ সালের ১০ ডিসেম্বর শেষ ৪১তম স্প্যান স্থাপনের মাধ্যমে বহুমুখী ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতুর সম্পূর্ণ কাঠামো দৃশ্যমান হয়ে ওঠে।
সূত্র: দেশ রূপান্তর